চলন্ত ট্রেনে জন্ম, রেলমন্ত্রীর উপহার পেল নবজাতক

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৪, ১৭: ৩৫
আপডেট : ০৯ এপ্রিল ২০২৪, ১৮: ০৯

খুলনা-রাজশাহী রুটে চলাচলকারী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের বগিতে জন্ম নেওয়া নবজাতকটিকে রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম উপহারসামগ্রী দিয়েছেন। শিশুটির মা স্বর্ণা আক্তার ও বাবা ইয়াসিত আরাফাতকেও উপহার দেওয়া হয়েছে। উপহার হিসেবে তাঁদের নতুন পোশাক দেওয়া হয়েছে। 

আজ মঙ্গলবার দুপুরে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার রাজশাহী রেলস্টেশনের ব্যবস্থাপকের কক্ষে নবজাতকের মা স্বর্ণা আক্তার ও স্বর্ণার ভাই ইসতিয়াক আহমেদের হাতে উপহারসামগ্রী তুলে দেন। এ সময় রেলমন্ত্রীকে ধন্যবাদ জানান তাঁরা।

পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার জানান, ট্রেনের বগিতে সন্তান প্রসবের খবরটি রেলমন্ত্রী জিল্লুল হাকিমের নজরে এসেছে। এরপর এই শিশু ও তার মা-বাবাকে উপহারসামগ্রী দিতে তিনি টাকা পাঠিয়েছেন। সেই টাকায় উপহারসামগ্রী কিনে দেওয়া হলো।

স্বর্ণা আক্তারের বাড়ি ঝিনাইদহের মহেশপুর উপজেলার হুগরি পান্তাপাড়া গ্রামে। তাঁর স্বামী ইয়াসিন আরাফাত সৌদিপ্রবাসী। সন্তান প্রসবের জন্য গতকাল সোমবার সকালে ঝিনাইদহ থেকে কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনে করে স্বর্ণাকে রাজশাহী আনা হচ্ছিল। তাঁরা ছিলেন ‘ঙ’ বগিতে। পোড়াদহ স্টেশন পার হওয়ার পর স্বর্ণার প্রসববেদনা শুরু হয়। এ সময় ট্রেনের মাইকে ঘোষণা দিয়ে যাত্রীদের মধ্যে কোনো চিকিৎসক থাকলে সহায়তা চাওয়া হয়। ঘোষণা শুনে এগিয়ে আসেন সহযাত্রী শিশু বিশেষজ্ঞ ডা. নাজনীন আক্তার। 

যাত্রীরা তাঁদের ব্যাগ থেকে বের করে দেন কাপড়। কাপড় দিয়ে ঘিরে ধরে বগির ভেতরেই ‘ওটি’ তৈরি করা হয়। এরপর ওই চিকিৎসকের তত্ত্বাবধানে ১০ মিনিটের মধ্যে এক ছেলে সন্তানের জন্ম দেন স্বর্ণা আক্তার। 

ট্রেনটি দুপুরে রাজশাহী রেলস্টেশনে পৌঁছালে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক নিজেই ছুটে যান উপহারসামগ্রী নিয়ে। এরপর রেলওয়ের অ্যাম্বুলেন্সে করে নবজাতকসহ মাকে একটি ক্লিনিকে পাঠানো হয়। পরদিন রেলমন্ত্রীর পক্ষ থেকে তাঁদের উপহারসামগ্রী দেওয়া হলো। এরপর দুপুরে রেলওয়ে কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় স্বর্ণা ট্রেনে চড়েই তাঁর সন্তান নিয়ে বাড়ি ফেরেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত