এইচ এম শাহনেওয়াজ, পুঠিয়া (রাজশাহী)
সোনালি আঁশের সুদিন ফিরতে শুরু করেছে। গত বছর দাম ভালো পাওয়ায় রাজশাহীর পুঠিয়ায় এ বছর রেকর্ড পরিমাণ জমিতে পাট চাষ করেছেন চাষিরা। সঠিক পরিচর্যার কারণে পাটের উৎপাদন বেশ ভালো হয়েছে। কিন্তু শেষ মুহূর্তে তেমন বৃষ্টি না হওয়ায় পাট জাগ দেওয়া নিয়ে বিপাকে পরেছেন অনেক চাষি। তাঁরা পুকুর ভাড়া নিয়ে পাট জাগ দিচ্ছেন। কৃষি বিভাগ চাষিদের ছোট ও অল্প পানিতে পাট প্রক্রিয়াকরণে রিবণ রেটিং পদ্ধতি ব্যবহার করার পরামর্শ দিয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কর্মকর্তা গোলাম সাকলাইন বলেন, চলতি বছর উপজেলার ছয়টি ইউপি এলাকায় ৩৮ হাজার ৫০ হেক্টর জমিতে পাট চাষ করা হয়। যা গত বছরের তুলনায় অনেক বেশি। এ বছর উৎপাদন লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে ১১ হাজার ৫৫০ মেট্রিক টন। এ বছর স্থানীয় কৃষকেরা ও-৯৮৯৭, জিআরও ৫২৪ জাতের পাটবীজ বেশি বপন করেছেন। এছাড়া ভারত থেকে আমদানি করা চাকা মার্কা জাতের পাটবীজও অনেকই বপন করেছেন।
ধোপাপাড়া এলাকার পাট চাষি আয়েন উদ্দীন বলেন, এবার পাট বপন বেশি হয়েছে। আর এখন বৃষ্টিপাত কম। তাই চাষিরা পাট জাগ দেওয়া নিয়ে চরম বিপাকে পড়েছেন। পানির সংকটের কারণে অনেক চাষি পাট জাগ দিতে পুকুর ও জলাশয় মালিকদের টাকা দিয়ে এক মাসের জন্য ভাড়া নিচ্ছেন। অনেকেই আবার গাড়িতে করে দূরে বিভিন্ন নদী-নালায় পাট জাগ দিচ্ছেন।
আবুল হোসেন নামের স্থানীয় একজন পাট চাষি বলেন, আমি এবার তিন বিঘা জমিতে পাট বপন করেছি। কিন্তু পর্যাপ্ত পানি না থাকায় পাট কাটতে পারছি না। তবে কৃষি অফিস থেকে আমাদের পরামর্শ দেওয়া হচ্ছে রিবন রেটিং পদ্ধতি ব্যবহার করতে। কিন্তু একেতো শ্রমিক সংকট আরেকেতো অতিরিক্ত ব্যয়ের কারণে রিবণ রেটিং পদ্ধতি ব্যবহার করা সম্ভব হচ্ছে না। পুকুর জলাশয়ে পাট জাগ দেওয়া সহজ ও তুলনামূলক কম খরচ।
উপজেলা কৃষি কর্মকর্তা শামসুনাহার ভূঁইয়া বলেন, আগে চাষিরা বৃষ্টিপাত নির্ভর ছিল। আর বর্তমানে চাষিরা জমিতে সেচ ব্যবস্থায় পাটের চাষাবাদ করছেন। যার কারণে উৎপাদন হচ্ছে অনেক বেশি। এবার তুলনামূলক বৃষ্টিপাত কম। যার কারণে উন্মুক্ত জলাশয়ে পাট জাগ দেওয়া নিয়ে চাষিদের কিছুটা সমস্যায় পরতে পারেন। তবে চাষিরা রিবন রেটিং পদ্ধতিতে পাট প্রক্রিয়া করতে পারেন। এতে অল্প পানিতে বেশি পরিমাণ পাট জাগ দিতে পারবেন। সাধারণত পাট জাগে ২০-২৫ দিন সময় লাগে। আর রিবন রেটিং পদ্ধতিতে ১০-১২ দিনে হয়ে যায়। এই পদ্ধতিতে পাটের রং ও মান অনেক ভালো হয়।
সোনালি আঁশের সুদিন ফিরতে শুরু করেছে। গত বছর দাম ভালো পাওয়ায় রাজশাহীর পুঠিয়ায় এ বছর রেকর্ড পরিমাণ জমিতে পাট চাষ করেছেন চাষিরা। সঠিক পরিচর্যার কারণে পাটের উৎপাদন বেশ ভালো হয়েছে। কিন্তু শেষ মুহূর্তে তেমন বৃষ্টি না হওয়ায় পাট জাগ দেওয়া নিয়ে বিপাকে পরেছেন অনেক চাষি। তাঁরা পুকুর ভাড়া নিয়ে পাট জাগ দিচ্ছেন। কৃষি বিভাগ চাষিদের ছোট ও অল্প পানিতে পাট প্রক্রিয়াকরণে রিবণ রেটিং পদ্ধতি ব্যবহার করার পরামর্শ দিয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কর্মকর্তা গোলাম সাকলাইন বলেন, চলতি বছর উপজেলার ছয়টি ইউপি এলাকায় ৩৮ হাজার ৫০ হেক্টর জমিতে পাট চাষ করা হয়। যা গত বছরের তুলনায় অনেক বেশি। এ বছর উৎপাদন লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে ১১ হাজার ৫৫০ মেট্রিক টন। এ বছর স্থানীয় কৃষকেরা ও-৯৮৯৭, জিআরও ৫২৪ জাতের পাটবীজ বেশি বপন করেছেন। এছাড়া ভারত থেকে আমদানি করা চাকা মার্কা জাতের পাটবীজও অনেকই বপন করেছেন।
ধোপাপাড়া এলাকার পাট চাষি আয়েন উদ্দীন বলেন, এবার পাট বপন বেশি হয়েছে। আর এখন বৃষ্টিপাত কম। তাই চাষিরা পাট জাগ দেওয়া নিয়ে চরম বিপাকে পড়েছেন। পানির সংকটের কারণে অনেক চাষি পাট জাগ দিতে পুকুর ও জলাশয় মালিকদের টাকা দিয়ে এক মাসের জন্য ভাড়া নিচ্ছেন। অনেকেই আবার গাড়িতে করে দূরে বিভিন্ন নদী-নালায় পাট জাগ দিচ্ছেন।
আবুল হোসেন নামের স্থানীয় একজন পাট চাষি বলেন, আমি এবার তিন বিঘা জমিতে পাট বপন করেছি। কিন্তু পর্যাপ্ত পানি না থাকায় পাট কাটতে পারছি না। তবে কৃষি অফিস থেকে আমাদের পরামর্শ দেওয়া হচ্ছে রিবন রেটিং পদ্ধতি ব্যবহার করতে। কিন্তু একেতো শ্রমিক সংকট আরেকেতো অতিরিক্ত ব্যয়ের কারণে রিবণ রেটিং পদ্ধতি ব্যবহার করা সম্ভব হচ্ছে না। পুকুর জলাশয়ে পাট জাগ দেওয়া সহজ ও তুলনামূলক কম খরচ।
উপজেলা কৃষি কর্মকর্তা শামসুনাহার ভূঁইয়া বলেন, আগে চাষিরা বৃষ্টিপাত নির্ভর ছিল। আর বর্তমানে চাষিরা জমিতে সেচ ব্যবস্থায় পাটের চাষাবাদ করছেন। যার কারণে উৎপাদন হচ্ছে অনেক বেশি। এবার তুলনামূলক বৃষ্টিপাত কম। যার কারণে উন্মুক্ত জলাশয়ে পাট জাগ দেওয়া নিয়ে চাষিদের কিছুটা সমস্যায় পরতে পারেন। তবে চাষিরা রিবন রেটিং পদ্ধতিতে পাট প্রক্রিয়া করতে পারেন। এতে অল্প পানিতে বেশি পরিমাণ পাট জাগ দিতে পারবেন। সাধারণত পাট জাগে ২০-২৫ দিন সময় লাগে। আর রিবন রেটিং পদ্ধতিতে ১০-১২ দিনে হয়ে যায়। এই পদ্ধতিতে পাটের রং ও মান অনেক ভালো হয়।
কোটি টাকা লেনদেনে ময়মনসিংহের মুক্তাগাছায় একটি পশুর হাট ইজারায় ব্যাপক অনিয়মের মধ্য দিয়ে সমঝোতার অভিযোগ উঠেছে পৌর প্রশাসন ও বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে। সমঝোতার একটি অডিও কথোপকথন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা সৃষ্টি হয়।
৩৪ মিনিট আগেরাজধানীসহ সারা দেশে যৌথ বাহিনীর ‘অপারেশন ডেভিল হান্ট’-এ ২১ দিনে গ্রেপ্তার করা হয়েছে সাড়ে ১২ হাজার জনকে। কিন্তু কোনো শীর্ষ সন্ত্রাসী বা দাগি অপরাধী ধরা পড়েনি। আবার উদ্ধার করা অস্ত্রের মধ্যে ছুরি, রামদা, লাঠি, রডই বেশি; আগ্নেয়াস্ত্র মাত্র ৩৯টি। এর মধ্যে গত বছরের আগস্টে পুলিশের লুট হওয়া...
১ ঘণ্টা আগেগাজীপুরের টঙ্গীর শরীফ হোসেন (২০) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নয়, মারা গেছেন টঙ্গীতে নির্মাণকাজের সময় বিদ্যুতায়িত হয়ে। এ ঘটনায় তাঁর বাবা জয়নাল আবেদিন ওরফে জয়নাল বাবুর্চি অর্থ নিয়ে আপসও করেছিলেন। পরে এক ব্যক্তি সরকার থেকে অনেক টাকা পাওয়ার লোভ দেখালে...
২ ঘণ্টা আগেময়মনসিংহের ত্রিশালে জনস্বাস্থ্য কার্যালয়ের নলকূপ স্থাপন প্রকল্প বাস্তবায়নে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে। সরকারি কর্মকর্তারা সরাসরি অতিরিক্ত টাকা নেওয়ার পাশাপাশি তাঁদের অনুগত স্থানীয় ঠিকাদারের প্রতিনিধি, আওয়ামী লীগ নেতা, নৈশপ্রহরীর স্বামী, নলকূপ বিক্রেতাসহ এলাকাভিত্তিক বেশ কয়েকজনের মাধ্যমে...
২ ঘণ্টা আগে