Ajker Patrika

রাজশাহীর পদ্মায় নৌকাডুবি, নিখোঁজ ৪ 

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহীর পদ্মায় নৌকাডুবি, নিখোঁজ ৪ 

রাজশাহীর পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে চারজন শ্রমিক নিখোঁজ হয়েছেন। গতকাল রোববার সন্ধ্যা ৭টার দিকে রাজশাহী শহরের ওপারে চর মাজারদিয়াড় সংলগ্ন নদীতে এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নৌকায় অন্তত ১৬ জন শ্রমিক ছিলেন। এর মধ্যে ১২ জন সাঁতরে তীরে এসেছেন। আর রাজু, সবুজ, মোহাম্মদ আলী ও ফারুক নামের চার শ্রমিক নিখোঁজ রয়েছেন। 

পবা উপজেলার হরিপুর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য হুমায়ুন কবির বলেন, ১৬ জন শ্রমিক পদ্মার চরে কাজে গিয়েছিলেন। কাজ শেষে সন্ধ্যায় তারা একটি ডিঙি নৌকায় বাড়ি ফিরছিলেন। তীব্র স্রোতের কারণে নৌকাডুবির ঘটনা ঘটে। এ সময় নৌকাতে থাকা ১৬ জনের মধ্যে ১২ জন সাঁতরে পাড়ে ওঠেন। আর চারজন পানিতে ডুবে নিখোঁজ হন। 

তিনি জানান, সঙ্গে থাকা অন্য শ্রমিকেরা অনেক চেষ্টা করেও নিখোঁজদের উদ্ধার করতে পারেনি। পরে বিষয়টি রাজশাহী সদর ফায়ার সার্ভিসকে জানানো হয়। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরিদের আসার কথা রয়েছে। তবে রাত ১০টা পর্যন্ত ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছাতে পারেননি। 

পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত বলেন, কেউ বলছেন তিনজন আবার কেউ বলছেন চারজন নিখোঁজ হয়েছেন। নিখোঁজের তথ্য সংগ্রহ করা হচ্ছে। বিষয়টি রাজশাহী ফায়ার সার্ভিসকে জানানো হয়েছে। তারা উদ্ধার অভিযানে যাবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জয়পুরে সম্প্রীতির নজির, ঈদগাহে আসা মুসলিমদের ওপর ফুল ছিটালেন হিন্দুরা

বাসা ভাড়ার টাকা নেই, অফিসের টয়লেটেই থাকছেন চীনা তরুণী

ঈদের মোনাজাতে খালেদা জিয়ার নাম না বলায় ইমামকে হেনস্তা, চাকরিচ্যুতির হুমকি

ঈদগাহে ‘জয় বাংলা’ স্লোগান: আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৫

কোম্পানি দেউলিয়া, দেড় কোটি মানুষের ডিএনএ ডেটার এখন কী হবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত