নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহীর পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে চারজন শ্রমিক নিখোঁজ হয়েছেন। গতকাল রোববার সন্ধ্যা ৭টার দিকে রাজশাহী শহরের ওপারে চর মাজারদিয়াড় সংলগ্ন নদীতে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নৌকায় অন্তত ১৬ জন শ্রমিক ছিলেন। এর মধ্যে ১২ জন সাঁতরে তীরে এসেছেন। আর রাজু, সবুজ, মোহাম্মদ আলী ও ফারুক নামের চার শ্রমিক নিখোঁজ রয়েছেন।
পবা উপজেলার হরিপুর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য হুমায়ুন কবির বলেন, ১৬ জন শ্রমিক পদ্মার চরে কাজে গিয়েছিলেন। কাজ শেষে সন্ধ্যায় তারা একটি ডিঙি নৌকায় বাড়ি ফিরছিলেন। তীব্র স্রোতের কারণে নৌকাডুবির ঘটনা ঘটে। এ সময় নৌকাতে থাকা ১৬ জনের মধ্যে ১২ জন সাঁতরে পাড়ে ওঠেন। আর চারজন পানিতে ডুবে নিখোঁজ হন।
তিনি জানান, সঙ্গে থাকা অন্য শ্রমিকেরা অনেক চেষ্টা করেও নিখোঁজদের উদ্ধার করতে পারেনি। পরে বিষয়টি রাজশাহী সদর ফায়ার সার্ভিসকে জানানো হয়। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরিদের আসার কথা রয়েছে। তবে রাত ১০টা পর্যন্ত ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছাতে পারেননি।
পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত বলেন, কেউ বলছেন তিনজন আবার কেউ বলছেন চারজন নিখোঁজ হয়েছেন। নিখোঁজের তথ্য সংগ্রহ করা হচ্ছে। বিষয়টি রাজশাহী ফায়ার সার্ভিসকে জানানো হয়েছে। তারা উদ্ধার অভিযানে যাবেন।
রাজশাহীর পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে চারজন শ্রমিক নিখোঁজ হয়েছেন। গতকাল রোববার সন্ধ্যা ৭টার দিকে রাজশাহী শহরের ওপারে চর মাজারদিয়াড় সংলগ্ন নদীতে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নৌকায় অন্তত ১৬ জন শ্রমিক ছিলেন। এর মধ্যে ১২ জন সাঁতরে তীরে এসেছেন। আর রাজু, সবুজ, মোহাম্মদ আলী ও ফারুক নামের চার শ্রমিক নিখোঁজ রয়েছেন।
পবা উপজেলার হরিপুর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য হুমায়ুন কবির বলেন, ১৬ জন শ্রমিক পদ্মার চরে কাজে গিয়েছিলেন। কাজ শেষে সন্ধ্যায় তারা একটি ডিঙি নৌকায় বাড়ি ফিরছিলেন। তীব্র স্রোতের কারণে নৌকাডুবির ঘটনা ঘটে। এ সময় নৌকাতে থাকা ১৬ জনের মধ্যে ১২ জন সাঁতরে পাড়ে ওঠেন। আর চারজন পানিতে ডুবে নিখোঁজ হন।
তিনি জানান, সঙ্গে থাকা অন্য শ্রমিকেরা অনেক চেষ্টা করেও নিখোঁজদের উদ্ধার করতে পারেনি। পরে বিষয়টি রাজশাহী সদর ফায়ার সার্ভিসকে জানানো হয়। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরিদের আসার কথা রয়েছে। তবে রাত ১০টা পর্যন্ত ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছাতে পারেননি।
পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত বলেন, কেউ বলছেন তিনজন আবার কেউ বলছেন চারজন নিখোঁজ হয়েছেন। নিখোঁজের তথ্য সংগ্রহ করা হচ্ছে। বিষয়টি রাজশাহী ফায়ার সার্ভিসকে জানানো হয়েছে। তারা উদ্ধার অভিযানে যাবেন।
নুর নবী সরকার কালাইয়ের কিডনি বেচাকেনার দালাল চক্রের সদস্য। এ অপরাধে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছিলেন। তাঁর বিরুদ্ধে কিডনি, অস্ত্র ও মানবপাচারসহ একাধিক মামলা চলমান।
১ মিনিট আগেঅন্তর্বর্তী সরকারের কাছে জনগণের যে প্রত্যাশা ছিল, সেটা ধাক্কা খেয়েছে। আমরা ভেবেছিলাম অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে একটি সর্বদলীয় সরকার হবে। যেখানে গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী দলের প্রতিনিধিরা থাকবেন। কিন্তু দুঃখজনক...
২ ঘণ্টা আগেসেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত একটি সংলাপে খুলনার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছেন। আজ শনিবার...
২ ঘণ্টা আগেভোজ্যতেলের মূল্যবৃদ্ধি, সরবরাহ সংকটের প্রেক্ষাপটে নারায়ণগঞ্জের রূপগঞ্জে আজ শনিবার সিটি গ্রুপের ভোজ্যতেল পরিশোধন কারখানা ও বোতলজাতকরণ কার্যক্রম পরিদর্শন করেছেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় তাঁরা সিটি গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
২ ঘণ্টা আগে