ভাঙ্গুড়ায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে লরিচাপায় শিশু শিক্ষার্থী নিহত

পাবনা ও চাটমোহর প্রতিনিধি
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৪, ১৫: ৩৬
আপডেট : ১৪ নভেম্বর ২০২৪, ১৬: ১২
দুর্ঘটনায় শিশুশিক্ষার্থী আন্না খাতুন নিহত হওয়ার পর ভাঙ্গুড়া উপজেলার রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উৎসুক মানুষের ভিড়। ছবি: আজকের পত্রিকা

পাবনার ভাঙ্গুড়ায় বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে তেলবাহী লরির চাপায় এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরেক শিশু। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে চাটমোহর-বাঘাবাড়ী আঞ্চলিক মহাসড়কের রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম দুর্ঘটনার তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন।

নিহত শিশু হলো ভাঙ্গুড়া উপজেলার মল্লিকচক গ্রামের আমিনুল ইসলামের মেয়ে আন্না খাতুন (৬)। গুরুতর আহত শিশু একই গ্রামের শরিফুল ইসলামের মেয়ে ছামিয়া খাতুন (৬)। তারা স্থানীয় রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্রী।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, আজ দুপুর ১২টার দিকে বিদ্যালয় ছুটি হলে বাড়ি ফেরার জন্য আন্না ও ছামিয়া চাটমোহর-বাঘাবাড়ী আঞ্চলিক মহাসড়ক পার হচ্ছিল। এ সময় চাটমোহর থেকে বাঘাবাড়িগামী যমুনা তেল কোম্পানির একটি তেলবাহী লরির চাপায় ঘটনাস্থলেই নিহত হয় আন্না।

গুরুতর আহতাবস্থায় ছামিয়াকে উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান স্থানীয়রা। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন সেনাবাহিনীর সদস্যরা ও স্থানীয় প্রশাসনের লোকজন।

ওসি শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌঁছে সুরতহাল প্রতিবেদন করে। চালক ও হেলপার পালিয়ে গেছেন। তেলবাহী লরি জব্দ করা হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই শিশুর মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। থানায় মামলা করার প্রক্রিয়া চলছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত