Ajker Patrika

জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে যুবলীগ নেতা নিহত 

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে যুবলীগ নেতা নিহত 

পাবনার ঈশ্বরদীতে জমি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে এক যুবলীগ নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের চরগড়গড়ি আলহাজ্ব মোড়ে এ ঘটনা ঘটে। 

নিহত খায়রুল ইসলাম (৪২) চরগড়গড়ি গ্রামের বাসিন্দা ও সাহাপুর ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সহসভাপতি। সংঘর্ষের পর খায়রুলকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আনা হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জমি নিয়ে মোড় চরগড়গড়িত এলাকার হোসেন আলীর সঙ্গে খায়রুল ইসলামের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। বিরোধের জের ধরে আজ শুক্রবার বিকেলে খায়রুল ইসলামের এক সমর্থককে আলহাজ্ব মোড়ে মারধর করে হোসেন আলীর সমর্থকেরা। খবর পেয়ে খায়রুল ইসলামের সমর্থকেরা প্রতিবাদ জানাতে ছুটে গেলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। 

উভয়পক্ষ ঢাল–সড়কি, লাঠিসোঁটা, রামদা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় প্রতিপক্ষের হামলায় মাটিতে লুটিয়ে পড়েন যুবলীগ নেতা খায়রুল ইসলাম। গুরুতর অবস্থায় সন্ধ্যায় ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

ঈশ্বরদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংঘর্ষের পর থেকে এলাকায় পুলিশি টহল বাড়ানো হয়েছে। একই এলাকার খায়রুল ইসলাম এবং হোসেন আলীর পক্ষের মধ্যে সংঘর্ষে এই ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চার মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সেবা ডিজিটাইজ করার নির্দেশ দিল সরকার

গত দশ বছর ভিসা না পাওয়ার কারণে বাংলাদেশে আসতে পারিনি: মাইলাম

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবে গ্রেপ্তারের ক্ষমতা

তিন নারী আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: তারেক রহমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত