নওগাঁয় বিদ্যুতায়িত হয়ে শিক্ষার্থীর মৃত্যু, নেসকোর সামনে বিক্ষোভ এলাকাবাসীর 

নওগাঁ প্রতিনিধি
Thumbnail image

নওগাঁয় ধান খেতে মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে সদর উপজেলার দোগাছী এলাকায় এই ঘটনা ঘটে। বিদ্যুৎ কর্মীদের অনিয়মে এ ঘটনা ঘটেছে এমন অভিযোগ করে নেসকোর সামনে বিক্ষোভ করেন এলাকাবাসী। 

ওই শিক্ষার্থীর নাম তাওহিদ ইসলাম কাফি (১১)। কাফি দোগাছী গ্রামের রাসেল শেখের ছেলে। সে সান্তাহার এইচএম একাডেমিতে ৬ষ্ঠ শ্রেণিতে পড়ত। 
 
নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, সড়কের পাশে একটি বৈদ্যুতিক তার ধান খেতে পানির সংস্পর্শে পড়ে ছিল। লাইন মেরামত করতে আসা বিদ্যুৎ কর্মীদের সেই তার স্থানীয়রা তুলে রাখতে বললেও টাকা দাবি করে সেই কাজ করেননি বিদ্যুৎ কর্মীরা। জেনে শুনেও অবহেলা করে সেখান থেকে চলে যায় তাঁরা। 

এরপর ওই ধানখেতের পানি বিদ্যুতায়িত হয়ে জমিতে থাকা অনেকগুলো মাছ মরে ভেসে উঠে। আজ সকালে প্রাইভেট শিক্ষকের কাছে পড়ালেখা শেষে বাড়ি ফেরার সময় পথের ধারে মাছগুলো দেখতে পায় কাফি। এ সময় ওই শিক্ষার্থী মাছ গুলো পানি থেকে তুলতে গেলে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে স্থানীয়রা মরদেহ উদ্ধার করে তাঁর বাড়িতে নিয়ে যায়। 

এদিকে কাফির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বেলা ১১টার দিকে বিক্ষুব্ধ এলাকাবাসী অবহেলার দায় তুলে নওগাঁ নেসকোর বিক্রয় ও বিতরণ বিভাগের কার্যালয়ের সামনে বিক্ষোভ করে। পরে স্থানীয় বাসিন্দা ও কাফির স্বজনদের সঙ্গে বৈঠক করে নেসকোর কর্মকর্তারা। এই ঘটনায় জড়িতদের বিচারের আশ্বাসে বিক্ষোভ সমাবেশ শেষ করে এলাকাবাসী। 

এ বিষয়ে নেসকোর নির্বাহী প্রকৌশলী মো. তানজিমুল হক বলেন, বর্ষা মৌসুমে বৈদ্যুতিক তার অনেক সময় পানিতে পরে থাকে। এ কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে দাবি করেন তিনি। 

তিনি আরও বলেন, এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী নেসকোর কার্যালয়ের সামনে বিক্ষোভ করলেও পরে সেটি স্থানীয় বাসিন্দা ও নিহতের স্বজনদের সঙ্গে আলোচনা করে সমাধান করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত