সিরাজগঞ্জ ও কামারখন্দ প্রতিনিধি
সিরাজগঞ্জের কামারখন্দে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় চালক ও তাঁর সহকারী এবং উল্লাপাড়ায় বাসচাপায় সাবেক শিবির নেতা নিহত হয়েছেন। এ সময় দুই মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের কামারখন্দ উপজেলার সীমান্ত বাজার এবং ঢাকা-পাবনা মহাসড়কের সিরাজগঞ্জের উল্লাপাড়ার বালশাবাড়ি এলাকায় পৃথক দুর্ঘটনায় তাঁদের মৃত্যু হয়।
নিহত ব্যক্তিরা হলেন, রংপুরের ঘোড়াঘাট থানার মুক্তার হোসেনের ছেলে আশরাফুল ইসলাম (২০), একই এলাকার মোহাম্মদ আলীর ছেলে মো. রনি (২২) এবং শাহজাদপুর উপজেলার দুর্গাপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে সাবেক শিবির নেতা নজরুল ইসলাম (৩৫)।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, আজ সকালে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের সীমান্তবাজার এলাকায় একটি মালবাহী ট্রাকের টায়ার ফেটে হয়। চালক ট্রাক থামিয়ে টায়ার পরিবর্তন করছিলেন। এ সময় ঢাকা থেকে আসা মালবাহী একটি পিকআপ পেছন থেকে ট্রাকটিকে ধাক্কা দেয়। তাতে ঘটনাস্থলেই পিকআপের চালক ও সহকারী নিহত হন। খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁদের লাশ উদ্ধার করে।
এদিকে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, পাবনা থেকে আসা ঢাকাগামী শ্যামলী পরিবহন উল্লাপাড়ার বালশাবাড়ি বাসস্ট্যান্ডে পৌঁছালে একটি ইজিবাইককে ধাক্কা দেয়। এ সময় ইজিবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেলকে চাপা দেয়। তাতে মোটরসাইকেলচালক পাশের শাহজাদপুর উপজেলা শিবিরের সাবেক সেক্রেটারি নজরুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান। এ সময় ইজিবাইকের দুই যাত্রী গুরুতর আহত হন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিরাজগঞ্জের কামারখন্দে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় চালক ও তাঁর সহকারী এবং উল্লাপাড়ায় বাসচাপায় সাবেক শিবির নেতা নিহত হয়েছেন। এ সময় দুই মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের কামারখন্দ উপজেলার সীমান্ত বাজার এবং ঢাকা-পাবনা মহাসড়কের সিরাজগঞ্জের উল্লাপাড়ার বালশাবাড়ি এলাকায় পৃথক দুর্ঘটনায় তাঁদের মৃত্যু হয়।
নিহত ব্যক্তিরা হলেন, রংপুরের ঘোড়াঘাট থানার মুক্তার হোসেনের ছেলে আশরাফুল ইসলাম (২০), একই এলাকার মোহাম্মদ আলীর ছেলে মো. রনি (২২) এবং শাহজাদপুর উপজেলার দুর্গাপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে সাবেক শিবির নেতা নজরুল ইসলাম (৩৫)।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, আজ সকালে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের সীমান্তবাজার এলাকায় একটি মালবাহী ট্রাকের টায়ার ফেটে হয়। চালক ট্রাক থামিয়ে টায়ার পরিবর্তন করছিলেন। এ সময় ঢাকা থেকে আসা মালবাহী একটি পিকআপ পেছন থেকে ট্রাকটিকে ধাক্কা দেয়। তাতে ঘটনাস্থলেই পিকআপের চালক ও সহকারী নিহত হন। খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁদের লাশ উদ্ধার করে।
এদিকে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, পাবনা থেকে আসা ঢাকাগামী শ্যামলী পরিবহন উল্লাপাড়ার বালশাবাড়ি বাসস্ট্যান্ডে পৌঁছালে একটি ইজিবাইককে ধাক্কা দেয়। এ সময় ইজিবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেলকে চাপা দেয়। তাতে মোটরসাইকেলচালক পাশের শাহজাদপুর উপজেলা শিবিরের সাবেক সেক্রেটারি নজরুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান। এ সময় ইজিবাইকের দুই যাত্রী গুরুতর আহত হন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঢাকার আশুলিয়ার রেডিয়েন্স ফ্যাশন লিমিটেডের আমদানির করা অর্ধকোটি টাকার জিনসের কাপড় চুরি হওয়ার পর উদ্ধার করেছে নারায়ণগঞ্জ শিল্প পুলিশ। গাজীপুরের কোনাবাড়ী, নারায়ণগঞ্জসহ বিভিন্ন স্থান থেকে এসব কাপড় জব্দ করা হয়। এ ঘটনায় মাসুম ওরফে বাবু (৩৪) নামের এক যুবককে কোনাবাড়ী থেকে পুলিশ গ্রেপ্তার করেছে।
১০ মিনিট আগেচাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে ভারত ও বাংলাদেশের গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। আজ শনিবার দুপুরে ঘটনার সূত্রপাত হলেও বিকেলেও সংঘর্ষ চলছিল। এই উত্তেজনা পরে কাঁটাতারের বেড়া নির্মাণ ঘিরে চৌকা সীমান্ত পর্যন্ত প্রায় তিন কিলোমিটার এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দুই বাংলাদেশি আহত হয়েছেন।
১৭ মিনিট আগেরাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) নির্মাণাধীন একাডেমিক ভবনের ছাদ থেকে পড়ে মো. সালাম (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে এ ঘটনা ঘটে।
২৩ মিনিট আগেপটুয়াখালীর মির্জাগঞ্জে বাজিতা মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণকাজ পাঁচ বছরেও শেষ হয়নি। ভবনের কাজ ৬০ শতাংশ করে বন্ধ রাখার অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এতে পাঠদানসহ বিভিন্ন কার্যক্রমে ভোগান্তিতে পড়েছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।
৩৮ মিনিট আগে