উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামী হাসান আলীকে গ্রেপ্তার করেছে উল্লাপাড়া মডেল থানা-পুলিশ। ঘটনার ৫ দিন পর গতকাল বুধবার বিকেলে তাঁকে গ্রেপ্তার করা হয়। বুধবার সন্ধ্যায় উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
হাসান আলী উল্লাপাড়া উপজেলার হেমন্তবাড়ী গ্রামের জলিল মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায় তথ্য প্রযুক্তির সাহায্য নিয়ে উল্লাপাড়া মডেল থানার উপপরিদর্শক আব্দুস সালামের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে সিরাজগঞ্জ থেকে হাসান আলীকে গ্রেপ্তার করে। তার দেওয়া তথ্য অনুযায়ী ধান খেত থেকে হত্যার কাছে ব্যবহার করা একটি ছুরিও উদ্ধার করে পুলিশ।
উল্লাপাড়া মডেল থানার ওসি নজরুল ইসলাম বলেন, হেমন্তবাড়ী এলাকায় ১৭ আগস্ট খাদিজা বেগম নামের ওই নারীকে হত্যার ঘটনা ঘটে। এতে থানায় হাসান আলীসহ সাত জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন খাদিজার ভাই আব্দুল মজিদ। মামলা হওয়ার পর থেকেই প্রকৃত রহস্য উদঘাটন ও আসামিদের গ্রেপ্তারে কাজ করে পুলিশ।
এই পুলিশ কর্মকর্তা আরও বলেন, ঘটনার পর থেকেই স্বামীসহ তাঁর পরিবারের সব সদস্য পলাতক রয়েছে। বুধবার তথ্য প্রযুক্তির মাধ্যমে স্বামী হাসান আলীকে গ্রেপ্তার করা হয়। ইতিমধ্যে পুলিশের কাছে স্ত্রীকে খুন করার বিষয় স্বীকার করেছে। পারিবারিক কলহের জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে হাসান আলী।
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামী হাসান আলীকে গ্রেপ্তার করেছে উল্লাপাড়া মডেল থানা-পুলিশ। ঘটনার ৫ দিন পর গতকাল বুধবার বিকেলে তাঁকে গ্রেপ্তার করা হয়। বুধবার সন্ধ্যায় উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
হাসান আলী উল্লাপাড়া উপজেলার হেমন্তবাড়ী গ্রামের জলিল মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায় তথ্য প্রযুক্তির সাহায্য নিয়ে উল্লাপাড়া মডেল থানার উপপরিদর্শক আব্দুস সালামের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে সিরাজগঞ্জ থেকে হাসান আলীকে গ্রেপ্তার করে। তার দেওয়া তথ্য অনুযায়ী ধান খেত থেকে হত্যার কাছে ব্যবহার করা একটি ছুরিও উদ্ধার করে পুলিশ।
উল্লাপাড়া মডেল থানার ওসি নজরুল ইসলাম বলেন, হেমন্তবাড়ী এলাকায় ১৭ আগস্ট খাদিজা বেগম নামের ওই নারীকে হত্যার ঘটনা ঘটে। এতে থানায় হাসান আলীসহ সাত জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন খাদিজার ভাই আব্দুল মজিদ। মামলা হওয়ার পর থেকেই প্রকৃত রহস্য উদঘাটন ও আসামিদের গ্রেপ্তারে কাজ করে পুলিশ।
এই পুলিশ কর্মকর্তা আরও বলেন, ঘটনার পর থেকেই স্বামীসহ তাঁর পরিবারের সব সদস্য পলাতক রয়েছে। বুধবার তথ্য প্রযুক্তির মাধ্যমে স্বামী হাসান আলীকে গ্রেপ্তার করা হয়। ইতিমধ্যে পুলিশের কাছে স্ত্রীকে খুন করার বিষয় স্বীকার করেছে। পারিবারিক কলহের জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে হাসান আলী।
ডিবি ও এনএসআই পরিচয়ে চট্টগ্রাম নগরীতে ব্যবসাপ্রতিষ্ঠান থেকে চাঁদাবাজির অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ। গোপন তথ্যের ভিত্তিতে আজ সোমবার নগরীর লালদীঘি এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
২৫ মিনিট আগেসুনামগঞ্জের জগন্নাথপুরে তিন গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। গতকাল রোববার রাত ১১টার দিকে উপজেলার পাইলগাঁও ইউনিয়নের গোতগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।
৩৬ মিনিট আগেগাইবান্ধায় স্ত্রীকে হত্যার দায়ে নূর মোহাম্মদ নয়ন নামের এক ব্যক্তির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া ১ লাখ টাকা জরিমানা করা হয়।
১ ঘণ্টা আগেযশোরের মনিরামপুরে ছাত্রলীগ নেতা লেখক ভট্টাচার্য্যের ভেবে জামায়াত নেতার ঘেরের মাছ লুটের ঘটনায় দুজনকে বহিষ্কার করেছে বিএনপি। আজ সোমবার জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
১ ঘণ্টা আগে