Ajker Patrika

নওগাঁয় শব্দদূষণ নিয়ন্ত্রণে চালকদের প্রশিক্ষণ কর্মশালা

নওগাঁ প্রতিনিধি
নওগাঁয় শব্দদূষণ নিয়ন্ত্রণে চালকদের প্রশিক্ষণ কর্মশালা

নওগাঁয় শব্দদূষণ নিয়ন্ত্রণে পরিবহন চালক ও শ্রমিকদের নিয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারত্বমূলক প্রকল্পের আওতায় নওগাঁ জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা পরিবেশ অধিদপ্তর এই কর্মশালার আয়োজন করে।

আজ বৃহস্পতিবার সার্কিট হাউস মিলনায়তনে নওগাঁর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাজিয়া সুলতানা এর সভাপতিত্বে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. হারুন অর রশীদ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকার বা আইন প্রয়োগকারী সংস্থার একার পক্ষে শব্দদূষণ নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এ জন্য সকলকে উদ্যোগী হতে হবে। এ ক্ষেত্রে পরিবহন চালক ও শ্রমিকেরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। এ ছাড়া শব্দদূষণের কারণে তৈরি হওয়া নানা ধরনের সমস্যার কথা তুলে ধরেন বক্তারা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. এ বি এম আবু হানিফ, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক উত্তম কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার মো. গাজিউর রহমান, বিআরটির সহকারী পরিচালক স্বদেশ কুমার দাস এবং জেলা মোটর শ্রমিক ইউনিয়নের আওতাভুক্ত চালক, শ্রমিকসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত