সিরাজগঞ্জে প্রার্থীর সঙ্গে প্রিসাইডিং কর্মকর্তার গোপন বৈঠকের অভিযোগ

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৬ মে ২০২৪, ২১: ৩০
আপডেট : ০৬ মে ২০২৪, ২১: ৫৪

সিরাজগঞ্জ সদর উপজেলায় প্রিসাইডিং কর্মকর্তাদের নিয়ে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ রিয়াজ উদ্দিনের বিরুদ্ধে গোপনে বৈঠকের অভিযোগ উঠেছে। বৈঠকের খবর পেয়ে ঘটনাস্থলে জেলা-উপজেলা প্রশাসনের কর্মকর্তা হাজির হলে রিয়াজ উদ্দিন ও তাঁর লোকজন পালিয়ে যান। এ ঘটনায় রিয়াজ উদ্দিনকে শোকজ করেছেন রিটার্নিং কর্মকর্তা। 

গতকাল রোববার রাত ১০টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের বনবাড়িয়া কাদাই পার্কে এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, গতকাল রাত ৯টা থেকে সদর উপজেলার পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ রিয়াজ উদ্দিন কিছু ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তাদের নিয়ে গোপন বৈঠক করছিলেন। এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা কাদাই পার্কের বাইরে অবস্থান নেন। ধীরে ধীরে লোকজন জড়ো হতে থাকেন। পরে বিষয়টি জেলা নির্বাচন কর্মকর্তা ও উপজেলা প্রশাসনকে জানানো হয়। কিছুক্ষণের মধ্যে জেলা-উপজেলা কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হলে রিয়াজ উদ্দিন ও তাঁর লোকজন পালিয়ে যান। 

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ‘সদর উপজেলার কাদাই পার্কে প্রিসাইডিং কর্মকর্তাদের নিয়ে এক চেয়ারম্যান প্রার্থী গোপন বৈঠক করছেন, এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে যাওয়া হয়েছিল। কিন্তু সেখানে গিয়ে কোনো প্রিসাইডিং কর্মকর্তা বা চেয়ারম্যানের সমর্থক কাউকে পাওয়া যায়নি। পার্কের মূল ফটকের সিসি ক্যামেরার ফুটেজ জব্দ করা হয়েছে।’ 

এ বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, ‘বিষয়টি জানার পর আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। তবে কোনো প্রার্থী বা প্রিসাইডিং অফিসারকে পাওয়া যায়নি। দুই প্রার্থী পাল্টাপাল্টি অভিযোগ দিয়েছেন। তাদের শোকজ করা হয়েছে।’ 

এ প্রসঙ্গে জানতে আনারস প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী রিয়াজ উদ্দিনের মোবাইল নম্বরে কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি। 

৮ মে সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে চেয়ারম্যান পদে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

তাঁরা হলেন সাবেক ছাত্রলীগ নেতা ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এস এম নাসিম রেজা নুর (মোটরসাইকেল), সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম সজল (কাপ-পিরিচ), উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মোহাম্মদ রিয়াজ উদ্দিন (আনারস), জেলা যুবলীগের আহ্বায়ক ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের ভাতিজা রাশেদ ইউসুফ জুয়েল (দোয়াত কলম) এবং জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এস এম আহসান হাবিব (ঘোড়া)।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত