বগুড়া প্রতিনিধি
জাতীয় সংসদের উপনির্বাচনে বগুড়া-৬ (সদর) আসনে আলোচিত প্রার্থী হিরো আলমসহ জামানত হারিয়েছেন ৯ জন। অপর দিকে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে জামানত হারিয়েছেন ৫ জন। সব মিলিয়ে এই ২ আসনের উপনির্বাচনে জামানত হারিয়েছেন মোট ১৪ প্রার্থী।
নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, কোনো প্রার্থীকে জামানত রক্ষা করতে হলে মোট কাস্টিং ভোটের আট ভাগের এক ভাগের থেকে অন্তত একটি ভোট বেশি পেতে হবে। কিন্তু এই ১৪ প্রার্থীর মধ্য কেউ তা পূরণ করতে না পারায় তাঁরা জামানাত হারিয়েছেন।
বগুড়া-৬ আসনে প্রদত্ত ৯১ হাজার ৭৪২ ভোট পড়েছে। এর আট ভাগের এক ভাগ ভোট ১১ হাজার ৪৬৮টি। জামানত রক্ষা করতে হলে এই পরিমাণ ভোট পেতে হতো। কিন্তু তা না পাওয়ায় এ আসনে ১১ প্রার্থীর মধ্যে ৯ জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে।
এ আসনে জামানত হারানো প্রার্থীরা হলেন জাতীয় পার্টির প্রার্থী সাবেক হুইপ নূরুল ইসলাম ওমর, আশরাফুল আলম ওরফে হিরো আলম, সাবেক বিএনপি নেতা সরকার বাদল, রাকিব হাসান, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের প্রার্থী ইমদাদুল হক ইমদাদ, মুক্তিযোদ্ধা মাছুদার রহমান হেলাল, খেলাফত আন্দোলনের নজরুল ইসলাম, জাকের পার্টির ফয়সাল বিন শফিক ও গণফ্রন্টের আফজাল হোসেন।
এদিকে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে ভোট পড়েছে ৭৮ হাজার ৫২৪টি। জামানত ফিরে পেতে হলে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ন্যূনতম ৯ হাজার ৮১৫ ভোট পেতে হবে। কিন্তু ওই আসনে মোট ৯ জন প্রার্থীর মধ্যে পাঁচজনই সেই ভোট পাননি। ফলে তাঁদের জামানত বাজেয়াপ্ত হয়েছে। তবে হিরো আলম এ আসনে জামানত হারাননি। এ আসনে তিনি ১৯ হাজার ৫৭১ ভোট পেয়েছেন।
এ আসনে জামানত হারানো প্রার্থীরা হলেন জাতীয় পার্টির শাহীন মোস্তফা কামাল ফারুক, জাকের পার্টির আব্দুর রশিদ সরকার, বাংলাদেশ কংগ্রেসের তাজ উদ্দিন মণ্ডল, গোলাম মোস্তফা ও ইলিয়াস আলী।
বগুড়া জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান বলেন, ‘নিয়ম অনুযায়ী কোনো প্রার্থীকে জামানত রক্ষা করতে হলে মোট বৈধ ভোটের (কাস্টিং ভোট) আট ভাগের এক ভাগ থেকে অন্তত একটি ভোট বেশি পেতে হবে। যাঁরা তা পাননি তাঁদের তালিকা করা হচ্ছে।’
জাতীয় সংসদের উপনির্বাচনে বগুড়া-৬ (সদর) আসনে আলোচিত প্রার্থী হিরো আলমসহ জামানত হারিয়েছেন ৯ জন। অপর দিকে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে জামানত হারিয়েছেন ৫ জন। সব মিলিয়ে এই ২ আসনের উপনির্বাচনে জামানত হারিয়েছেন মোট ১৪ প্রার্থী।
নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, কোনো প্রার্থীকে জামানত রক্ষা করতে হলে মোট কাস্টিং ভোটের আট ভাগের এক ভাগের থেকে অন্তত একটি ভোট বেশি পেতে হবে। কিন্তু এই ১৪ প্রার্থীর মধ্য কেউ তা পূরণ করতে না পারায় তাঁরা জামানাত হারিয়েছেন।
বগুড়া-৬ আসনে প্রদত্ত ৯১ হাজার ৭৪২ ভোট পড়েছে। এর আট ভাগের এক ভাগ ভোট ১১ হাজার ৪৬৮টি। জামানত রক্ষা করতে হলে এই পরিমাণ ভোট পেতে হতো। কিন্তু তা না পাওয়ায় এ আসনে ১১ প্রার্থীর মধ্যে ৯ জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে।
এ আসনে জামানত হারানো প্রার্থীরা হলেন জাতীয় পার্টির প্রার্থী সাবেক হুইপ নূরুল ইসলাম ওমর, আশরাফুল আলম ওরফে হিরো আলম, সাবেক বিএনপি নেতা সরকার বাদল, রাকিব হাসান, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের প্রার্থী ইমদাদুল হক ইমদাদ, মুক্তিযোদ্ধা মাছুদার রহমান হেলাল, খেলাফত আন্দোলনের নজরুল ইসলাম, জাকের পার্টির ফয়সাল বিন শফিক ও গণফ্রন্টের আফজাল হোসেন।
এদিকে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে ভোট পড়েছে ৭৮ হাজার ৫২৪টি। জামানত ফিরে পেতে হলে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ন্যূনতম ৯ হাজার ৮১৫ ভোট পেতে হবে। কিন্তু ওই আসনে মোট ৯ জন প্রার্থীর মধ্যে পাঁচজনই সেই ভোট পাননি। ফলে তাঁদের জামানত বাজেয়াপ্ত হয়েছে। তবে হিরো আলম এ আসনে জামানত হারাননি। এ আসনে তিনি ১৯ হাজার ৫৭১ ভোট পেয়েছেন।
এ আসনে জামানত হারানো প্রার্থীরা হলেন জাতীয় পার্টির শাহীন মোস্তফা কামাল ফারুক, জাকের পার্টির আব্দুর রশিদ সরকার, বাংলাদেশ কংগ্রেসের তাজ উদ্দিন মণ্ডল, গোলাম মোস্তফা ও ইলিয়াস আলী।
বগুড়া জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান বলেন, ‘নিয়ম অনুযায়ী কোনো প্রার্থীকে জামানত রক্ষা করতে হলে মোট বৈধ ভোটের (কাস্টিং ভোট) আট ভাগের এক ভাগ থেকে অন্তত একটি ভোট বেশি পেতে হবে। যাঁরা তা পাননি তাঁদের তালিকা করা হচ্ছে।’
অহিংস গণ-অভ্যুত্থানের অন্যতম সংগঠক মাহবুবুল আলম চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের একটি টিম
৪ ঘণ্টা আগেজামিনে কারাগার থেকে মুক্তি পাওয়ার পরই গ্রেপ্তার হয়েছেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা রাহেনুল হক। সোমবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান এবং এরপরই জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেন
৫ ঘণ্টা আগেঅবশেষে কক্সবাজার-সেন্ট মার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে জেলা প্রশাসন। আগামী বৃহস্পতিবার কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএর ঘাট থেকে কেয়ারি সিন্দাবাদ নামক একটি জাহাজ পর্যটক নিয়ে সেন্ট মার্টিন যাবে
৫ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রলীগের আপ্যায়নবিষয়ক সম্পাদক ইমন খান জীবনকে (২৮) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রোববার (২৪ নভেম্বর) রাতে নারায়ণগঞ্জ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়
৫ ঘণ্টা আগে