জয়পুরহাটে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন

জয়পুরহাট প্রতিনিধি
আপডেট : ১৪ আগস্ট ২০২৩, ২০: ২৯
Thumbnail image

জয়পুরহাটে মাদক মামলায় জাহিদুল ইসলাম জাইদুল নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাঁকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

আজ সোমবার বিকেলে জয়পুরহাট স্পেশাল ট্রাইব্যুনাল-৫ আদালতের বিচারক আব্বাস উদ্দীন এ আদেশ দেন। আসামি পলাতক থাকায় তাঁর অনুপস্থিতিতেই মামলার রায় ঘোষণা করা হয়। 

সাজাপ্রাপ্ত আসামি জাইদুল জেলার পাঁচবিবি উপজেলার জয়হার গ্রামের মৃত লোকমান মণ্ডলের ছেলে। তিনি পেশায় মাদক কারবারি ছিলেন। 

জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি নৃপেন্দ্রনাথ মণ্ডল এ রায়ের সত্যতা নিশ্চিত করেছেন। 

মামলার বিবরণে জানা গেছে, গত ২০১৯ সালের ২০ এপ্রিল পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নের আবারপাড়া এলাকায় মাদক বেচাকেনার খবরে র‍্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা অভিযান চালান। এ সময় তল্লাশি চালিয়ে বস্তার মধ্যে থাকা ৯৯ বোতল ফেনসিডিলসহ জাইদুলকে আটক করে র‍্যাব। এ ঘটনায় র‍্যাব বাদী হয়ে পাঁচবিবি থানায় মামলা দায়ের করে। মামলার যাবতীয় আইন প্রক্রিয়া শেষে আদালত আজ এ রায় ঘোষণা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত