Ajker Patrika

শিবগঞ্জে যুবককে গলা কেটে হত্যা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১০ আগস্ট ২০২৪, ১৪: ০৬
শিবগঞ্জে যুবককে গলা কেটে হত্যা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে রায়হান আলী (২৫) নামের এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার রাতে উপজেলার দুর্লভপুর ইউনিয়নের ব্রিটিশ মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রায়হান ব্রিটিশ মোড় এলাকার রজবুল বিশ্বাসের ছেলে।

রায়হানের বোন ফজি বেগম বলেন, ‘আমার চাচাতো ভাইদের সঙ্গে জমি নিয়ে বিরোধের জেরে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে কয়েকবার বাগ্‌বিতণ্ডা হয়েছে। এখন আমার ভাইকে তারা শেষ করে দিল। এই হত্যার জন্য তারা দায়ী। আমি এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই।’

রায়হানের ভাবি শহিনুর বেগম বলেন, ‘রাত ১টার দিকে হঠাৎ বাড়ির সামনে কান্নার আওয়াজ পাচ্ছিলাম। কিছুক্ষণ পর গিয়ে দেখি রায়হান একটি আমবাগানে লুটিয়ে পড়ে আছে। কারও সঙ্গে রায়হানের ঝামেলা ছিল না।’

এ বিষয়ে জানতে চাইলে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতালে পাঠানো হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত