সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বাড়ছে

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৩, ১৮: ৫৬

সিরাজগঞ্জে যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে পানি বাড়ছে। গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৬ টা থেকে বুধবার সকাল ৬ টা) যমুনা নদীর পানি ৯ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার মাত্র ১৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। যা দুই-একদিনের মধ্যে বিপৎসীমা অতিক্রম করতে পারে। তবে এ দফায় ভারী বন্যার আশঙ্কা নেই বলে জানিয়েছে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

এদিকে পানি বাড়ায় জেলার অন্যান্য নদ-নদীর পানিও বৃদ্ধি পাচ্ছে। ফলে প্লাবিত হতে শুরু করেছে চরাঞ্চল ও নিম্নাঞ্চলের ফসলি জমি ও নিচু বাড়িঘর।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপবিভাগীয় প্রকৌশলী রনজিত কুমার সরকার জানান, ‘আজ (বুধবার) সিরাজগঞ্জ হার্ড পয়েন্টে যমুনা নদীর পানির সমতল রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৭৪ মিটার। ২৪ ঘণ্টায় ৯ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ১৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয় (বিপৎসীমা: ১২ দশমিক ৯০ মিটার)।

অপরদিকে কাজিপুরের মেঘাই ঘাট পয়েন্টে যমুনা নদীর পানি ১০ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৩৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। যমুনার পানি আরও দুই-তিন দিন বাড়বে। এর মধ্যে বিপৎসীমাও অতিক্রম করতে পারে। তবে এ দফায় বড় বন্যার হওয়ার কোনো আশঙ্কা নেই।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত