Ajker Patrika

রাজশাহী-নাটোরে পানি সংকট নিরসনের দাবিতে গণস্বাক্ষর

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ১৬: ৫৫
রাজশাহী-নাটোরে পানি সংকট নিরসনের দাবিতে গণস্বাক্ষর

রাজশাহী-নাটোর অঞ্চলে পানি সংকট নিরসনের দাবিতে গণস্বাক্ষর কার্যক্রম শুরু হয়েছে। প্রধানমন্ত্রী বরাবর গণস্বাক্ষর পাঠাতে গত সোমবার সন্ধ্যায় বাগাতিপাড়ার জামনগরসহ তিনটি স্থানে জাতীয় কৃষক সমিতি নাটোর জেলা শাখা এ আয়োজন করে।

গণস্বাক্ষর কার্যক্রমে আয়োজিত পথসভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে ভূগর্ভস্থ পানি নিচে নেমে যাওয়ায় রাজশাহী-নাটোর অঞ্চলে টিউবওয়েল, গভীর ও অগভীর নলকূপে পানির তীব্র সংকট দেখা দিয়েছে। এসব সংকট নিরসনে পদ্মার সঙ্গে বড়াল নদের উৎসমুখ চারঘাটের স্লুইসগেট অপসারণ এবং বড়াল, নারদ, মুসাখাঁ ও চিকনাই নদ-নদীগুলোকে দখলমুক্ত করে নাব্যতা ও প্রবহমান অবস্থায় ফিরিয়ে আনতে সব বাঁধ অপসারণ করে খাল-বিল- পুকুরে পানি প্রবাহের ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

পথসভায় বাগাতিপাড়া উপজেলা জাতীয় কৃষক সমিতির সভাপতি আব্দুল হাদীর সভাপতিত্বে বক্তব্য দেন জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং উত্তরবঙ্গ আখচাষি ও চিনিকল সমিতির সভাপতি ইব্রাহীম খলিল, জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহী জেলা জাতীয় কৃষক সমিতির সভাপতি মতিউর রহমান তপন এবং নাটোর জেলা কৃষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল করিম প্রমুখ। এ ছাড়া একই দিনে তমালতলা ও দয়ারামপুরেও একই কর্মসূচি পালিত হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত