Ajker Patrika

যুবলীগের মিছিলে ককটেল হামলা আহত ২

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
যুবলীগের মিছিলে ককটেল হামলা আহত ২

সারা দেশব্যাপী বিএনপির নৈরাজ্য ও বগুড়ার আদমদীঘির ‘কুখ্যাত রাজাকার’ খোকাকে গ্রেপ্তার ও দ্রুত ফাঁসির রায় কার্যকরের দাবিতে উপজেলা যুবলীগের শান্তিপূর্ণ মিছিলে ককটেল হামলা হয়েছে। গুরুতর আহত মশিউর রহমান পলাশকে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আজ বুধবার সন্ধ্যা ছয়টার দিকে উপজেলা যুবলীগের উদ্যোগে আদমদীঘি দলীয় কার্যালয় থেকে একটি শান্তিপূর্ণ মিছিল বের হয়। এরপর মিছিলটি পুরোনো সোনালী ব্যাংক এলাকায় পৌঁছালে মিছিলকে লক্ষ করে পর পর তিনটি ককটেল নিক্ষেপ করে বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে বিএনপির নেতা-কর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়।

এতে ছাত্রলীগ নেতা মশিউর রহমান পলাশ ও মৃদুল হোসেন আহত হন। 

এ ঘটনায় তাৎক্ষণিক আদমদীঘি দলীয় কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু রেজা খান, নাজিমুল হুদা খন্দকার, সদর ইউপি চেয়ারম্যান ও যুবলীগ সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুমিনুল ইসলাম সুমন, দপ্তর সম্পাদক মিজানুর রহমান বাবু, ছাত্রলীগ নেতা আরেফিন খান তনু প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত