নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার নন্দীগ্রামে বাবার অধিকার ফিরে পাওয়ার আকুতি জানিয়েছেন সামিউল ইসলাম রঞ্জু (৩৬) নামের এক যুবক। তিনি উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের গুলিয়া কৃষ্ণপুর গ্রামের আব্দুস সালামের ছেলে।
আজ বৃহস্পতিবার সকালে সামিউল ইসলাম রঞ্জু বলেন, ‘আমার বাবার অনেক সম্পত্তি আছে। কিন্তু আমাকে ইজিবাইক চালিয়ে সংসার চালাতে হয়। খুব কষ্টে চলে আমার সংসার। বাবা কখনো খোঁজখবর নেন না। এ জন্যই বাবার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। কিন্তু বাবা আমাকে বাড়িতে ঢুকতে দেননি। আমার প্রাপ্য অধিকার পেতে সবার সহযোগিতা কামনা করছি।’
সামিউল ইসলাম রঞ্জু বলেন, ‘আমার বাবা আব্দুস সালাম, মা রেহেনা বেগম। ১৯৮৫ সালে আমার জন্মের পর বাবা-মায়ের বিচ্ছেদ ঘটে। এরপর মায়ের অন্যত্র বিয়ে হয়, বাবাও আরেক বিয়ে করেন। সেই থেকে আমি অসহায় অবস্থায় মামার বাড়িতে বেড়ে উঠেছি। এখন আমার বয়স ৩৬ বছর। স্ত্রী ও দুই সন্তান নিয়ে অতিকষ্টে জীবনযাপন করছি। আমার বাবা প্রাপ্য অধিকার ফিরিয়ে দিলে আমাকে আর্থিকভাবে এত কষ্ট করতে হতো না।’
সামিউল আরও বলেন, আগেও একাধিকবার তিনি বাবার সঙ্গে যোগাযোগ করেছেন। গত বুধবার স্ত্রী-সন্তান নিয়ে এই আবেদন জানাতে তিনি বাবার বাড়ি যান। তবে এ সময় তাঁকে বাড়িতে ঢুকতে দেওয়া হয়নি।
আব্দুস সালাম একজন ধনাঢ্য ব্যক্তি। আগের স্ত্রীর ঘরে সামিউলই একমাত্র সন্তান; পরের স্ত্রীর ঘরে রয়েছে তিনজন। আব্দুস সালাম বলেন, ‘সে আমারই সন্তান। সে বিয়ে করেছে, কিন্তু আমাকে কিছুই বলেনি।’ তবে ছেলেকে জমি দেওয়ার বিষয়ে তিনি কোনো সদুত্তর দেননি।
স্থানীয় থালতা মাঝগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল মতিন এ বিষয়ে আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি আমাকে মৌখিকভাবে জানিয়েছে। আমি তাদের আইনি সহায়তা নিতে বলেছি।’
বগুড়ার নন্দীগ্রামে বাবার অধিকার ফিরে পাওয়ার আকুতি জানিয়েছেন সামিউল ইসলাম রঞ্জু (৩৬) নামের এক যুবক। তিনি উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের গুলিয়া কৃষ্ণপুর গ্রামের আব্দুস সালামের ছেলে।
আজ বৃহস্পতিবার সকালে সামিউল ইসলাম রঞ্জু বলেন, ‘আমার বাবার অনেক সম্পত্তি আছে। কিন্তু আমাকে ইজিবাইক চালিয়ে সংসার চালাতে হয়। খুব কষ্টে চলে আমার সংসার। বাবা কখনো খোঁজখবর নেন না। এ জন্যই বাবার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। কিন্তু বাবা আমাকে বাড়িতে ঢুকতে দেননি। আমার প্রাপ্য অধিকার পেতে সবার সহযোগিতা কামনা করছি।’
সামিউল ইসলাম রঞ্জু বলেন, ‘আমার বাবা আব্দুস সালাম, মা রেহেনা বেগম। ১৯৮৫ সালে আমার জন্মের পর বাবা-মায়ের বিচ্ছেদ ঘটে। এরপর মায়ের অন্যত্র বিয়ে হয়, বাবাও আরেক বিয়ে করেন। সেই থেকে আমি অসহায় অবস্থায় মামার বাড়িতে বেড়ে উঠেছি। এখন আমার বয়স ৩৬ বছর। স্ত্রী ও দুই সন্তান নিয়ে অতিকষ্টে জীবনযাপন করছি। আমার বাবা প্রাপ্য অধিকার ফিরিয়ে দিলে আমাকে আর্থিকভাবে এত কষ্ট করতে হতো না।’
সামিউল আরও বলেন, আগেও একাধিকবার তিনি বাবার সঙ্গে যোগাযোগ করেছেন। গত বুধবার স্ত্রী-সন্তান নিয়ে এই আবেদন জানাতে তিনি বাবার বাড়ি যান। তবে এ সময় তাঁকে বাড়িতে ঢুকতে দেওয়া হয়নি।
আব্দুস সালাম একজন ধনাঢ্য ব্যক্তি। আগের স্ত্রীর ঘরে সামিউলই একমাত্র সন্তান; পরের স্ত্রীর ঘরে রয়েছে তিনজন। আব্দুস সালাম বলেন, ‘সে আমারই সন্তান। সে বিয়ে করেছে, কিন্তু আমাকে কিছুই বলেনি।’ তবে ছেলেকে জমি দেওয়ার বিষয়ে তিনি কোনো সদুত্তর দেননি।
স্থানীয় থালতা মাঝগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল মতিন এ বিষয়ে আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি আমাকে মৌখিকভাবে জানিয়েছে। আমি তাদের আইনি সহায়তা নিতে বলেছি।’
জেলা আইনজীবী সমিতির প্রতিনিধি মো. মজিবুর রহমান চুন্নু বলেন, ‘আজকের সভায় আইনজীবীরা সর্বসম্মতিক্রমে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের অপসারণের জন্য আদালত বর্জনের সিদ্ধান্তে উপনীত হয়েছেন। আমরা আজকের মধ্যে এ রেজল্যুশন জেলা জজ আদালতের প্রধান বিচারকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পৌঁছে দিচ্ছি।
৪ মিনিট আগেসিলেটে মাদক সেবনকালে আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে নগরের তালতলা এলাকার একটি ব্যবসাপ্রতিষ্ঠানের ভেতর থেকে তাঁদের আটক করা হয়।
১৬ মিনিট আগেবরগুনার তালতলীতে তরমুজচাষিদের কাছে চাঁদা দাবির অভিযোগে উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা মো. জহিরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে তরমুজচাষি রাকিব ভদ্দর বাদী হয়ে তালতলী থানায় শহীদুল ইসলামসহ আটজনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করেন।
২০ মিনিট আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসন জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করছে বলে অভিযোগ করেছে শিক্ষার্থীদের একাংশ। আজ বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এক মানববন্ধনে তাঁরা এ অভিযোগ করেন।
২৫ মিনিট আগে