নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
কোনো বিজ্ঞপ্তি প্রকাশ ছাড়াই নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) পিএলসি ৩১ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দিয়েছে বলে অভিযোগ উঠেছে। যাঁরা চাকরি পেয়েছেন, তাঁদের কোনো পরীক্ষাও দিতে হয়নি। নিয়োগে এমন অনিয়মের বিষয়ে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রাষ্ট্রায়ত্ত এ কোম্পানির নীতিমালা অনুযায়ী, সরাসরি জনবল নিয়োগের ক্ষেত্রে পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার করা বাধ্যতামূলক। চাকরিপ্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণও বাধ্যতামূলক। তবে ৩১ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগের ক্ষেত্রে কোনো নীতিমালাই অনুসরণ করা হয়নি। নেসকোর উচ্চপদস্থ কর্মকর্তাদের আত্মীয়-স্বজনেরা এই নিয়োগ পেয়েছেন বলে অভিযোগ পেয়েছে দুদক।
দেশের উত্তরাঞ্চলে বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণের দায়িত্বে থাকা নেসকোর প্রধান কার্যালয় রাজশাহীতে। যে অভিযোগের ভিত্তিতে দুদক অনুসন্ধান শুরু করে, সেখানে বলা হয়েছে, প্রকৌশলী, সহকারী ব্যবস্থাপকসহ বিভিন্ন পদে এই ৩১ জনকে প্রথমে অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হয়। কয়েক মাসের মধ্যে পরিচালনা পর্ষদের সভায় তাঁদের চূড়ান্ত নিয়োগের প্রস্তাব অনুমোদন করা হয়। নেসকোর পরিচালনা পর্ষদের ১০৪তম সভায় তাঁদের চূড়ান্ত নিয়োগের সিদ্ধান্ত হয়। এরপর নিয়োগপ্রাপ্তদের উত্তরাঞ্চরের বিভিন্ন জেলা-উপজেলা বিতরণ ও সরবরাহ কেন্দ্রে পদায়ন করা হয়।
দুদকে দেওয়া অভিযোগে বলা হয়, নেসকোর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জাকিউল ইসলাম ও নির্বাহী পরিচালক (অর্থ ও প্রশাসন) সৈয়দ গোলাম আহম্মদসহ কয়েকজন কর্মকর্তা এ অনিয়ম করেছেন। তাঁরা ক্ষমতার অপব্যবহার করে এই নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করেছেন। অভিযোগ পেয়ে দুদকের অনুসন্ধান ও তদন্ত বিভাগ-১ নিয়োগ সংক্রান্ত নথিপত্র চেয়ে গত ১৫ জানুয়ারি নেসকোকে চিঠি দিয়েছে। সম্প্রতি নিয়োগের নথিপত্র দুদকের কাছে হস্তান্তর করা হয়েছে। দুদক ইতিমধ্যে নেসকোর কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদও করেছে।
এ বিষয়ে জানতে চাইলে নেসকোর ব্যবস্থাপনা পরিচালক মো. জাকিউল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, বিষয়টি নিয়ে কাজ চলছে। এ বিষয়ে তিনি এখন কথা বলতে চান না। পরে কথা বলবেন।
দুদকের সহকারী পরিচালক (অনুসন্ধান ও তদন্ত-১) মো. আশিকুর রহমান বলেন, অনিয়মের অনুসন্ধান কার্যক্রম এখনো চলছে। অনুসন্ধান শেষে কমিশনে প্রতিবেদন জমা দেওয়া হবে। সে অনুযায়ী কমিশন পরবর্তী সিদ্ধান্ত নেবে।
কোনো বিজ্ঞপ্তি প্রকাশ ছাড়াই নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) পিএলসি ৩১ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দিয়েছে বলে অভিযোগ উঠেছে। যাঁরা চাকরি পেয়েছেন, তাঁদের কোনো পরীক্ষাও দিতে হয়নি। নিয়োগে এমন অনিয়মের বিষয়ে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রাষ্ট্রায়ত্ত এ কোম্পানির নীতিমালা অনুযায়ী, সরাসরি জনবল নিয়োগের ক্ষেত্রে পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার করা বাধ্যতামূলক। চাকরিপ্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণও বাধ্যতামূলক। তবে ৩১ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগের ক্ষেত্রে কোনো নীতিমালাই অনুসরণ করা হয়নি। নেসকোর উচ্চপদস্থ কর্মকর্তাদের আত্মীয়-স্বজনেরা এই নিয়োগ পেয়েছেন বলে অভিযোগ পেয়েছে দুদক।
দেশের উত্তরাঞ্চলে বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণের দায়িত্বে থাকা নেসকোর প্রধান কার্যালয় রাজশাহীতে। যে অভিযোগের ভিত্তিতে দুদক অনুসন্ধান শুরু করে, সেখানে বলা হয়েছে, প্রকৌশলী, সহকারী ব্যবস্থাপকসহ বিভিন্ন পদে এই ৩১ জনকে প্রথমে অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হয়। কয়েক মাসের মধ্যে পরিচালনা পর্ষদের সভায় তাঁদের চূড়ান্ত নিয়োগের প্রস্তাব অনুমোদন করা হয়। নেসকোর পরিচালনা পর্ষদের ১০৪তম সভায় তাঁদের চূড়ান্ত নিয়োগের সিদ্ধান্ত হয়। এরপর নিয়োগপ্রাপ্তদের উত্তরাঞ্চরের বিভিন্ন জেলা-উপজেলা বিতরণ ও সরবরাহ কেন্দ্রে পদায়ন করা হয়।
দুদকে দেওয়া অভিযোগে বলা হয়, নেসকোর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জাকিউল ইসলাম ও নির্বাহী পরিচালক (অর্থ ও প্রশাসন) সৈয়দ গোলাম আহম্মদসহ কয়েকজন কর্মকর্তা এ অনিয়ম করেছেন। তাঁরা ক্ষমতার অপব্যবহার করে এই নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করেছেন। অভিযোগ পেয়ে দুদকের অনুসন্ধান ও তদন্ত বিভাগ-১ নিয়োগ সংক্রান্ত নথিপত্র চেয়ে গত ১৫ জানুয়ারি নেসকোকে চিঠি দিয়েছে। সম্প্রতি নিয়োগের নথিপত্র দুদকের কাছে হস্তান্তর করা হয়েছে। দুদক ইতিমধ্যে নেসকোর কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদও করেছে।
এ বিষয়ে জানতে চাইলে নেসকোর ব্যবস্থাপনা পরিচালক মো. জাকিউল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, বিষয়টি নিয়ে কাজ চলছে। এ বিষয়ে তিনি এখন কথা বলতে চান না। পরে কথা বলবেন।
দুদকের সহকারী পরিচালক (অনুসন্ধান ও তদন্ত-১) মো. আশিকুর রহমান বলেন, অনিয়মের অনুসন্ধান কার্যক্রম এখনো চলছে। অনুসন্ধান শেষে কমিশনে প্রতিবেদন জমা দেওয়া হবে। সে অনুযায়ী কমিশন পরবর্তী সিদ্ধান্ত নেবে।
সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের সঙ্গে ডেমরার ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া ও পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনায় কেউ নিহত হয়নি। তবে ২৫ জন শিক্ষার্থী আহত হয়েছে
১৮ মিনিট আগেচট্টগ্রামে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) নেতা চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ হয়েছে। বিকেলে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে নগরীর জামালখানে তাঁর অনুসারীরা জড়ো হতে থাকেন।
২৩ মিনিট আগেঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের জন্য উত্তরা দিয়াবাড়ীতে নির্মিত পুনর্বাসন ভিলেজে লটারির মাধ্যমে প্রথম ধাপে ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হয়েছে। আজ সোমবার বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে এই লটারি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
২৮ মিনিট আগেরাজধানী ঢাকায় পুলিশের গুলিভর্তি ম্যাগাজিন চুরি ও এপিসি গাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজসহ বিভিন্ন কলেজের অজ্ঞাতনামা আট হাজার শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
৪১ মিনিট আগে