এনায়েতপুর থানায় ১৫ পুলিশ হত্যা: যুবলীগ নেতা গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৪, ১৬: ১০
আপডেট : ১৭ অক্টোবর ২০২৪, ১৬: ২৩

সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলা চালিয়ে ১৫ পুলিশ হত্যা, অগ্নিসংযোগ ও অস্ত্র লুট মামলায় আইয়ুব আলী শেখ নামের এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে থানার কেজি মোড় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আইয়ুব আলী এনায়েতপুর থানার মণ্ডলপাড়া গ্রামের মৃত সন্তেষ আলী শেখের ছেলে। তিনি এনায়েতপুর থানা যুবলীগের সাবেক কার্যকরী কমিটির সদস্য ও থানা যুবলীগের সভাপতি প্রার্থী ছিলেন।

এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন ইয়াজদানী বলেন, এনায়েতপুর থানায় হামলা চালিয়ে পুলিশ হত্যা, ভাঙচুর, অস্ত্র লুটের ঘটনায় দায়ের করা মামলায় আইয়ুব আলীকে গ্রেপ্তার করা হয়। তাঁকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে এনায়েতপুর থানার ১৫ পুলিশকে পিটিয়ে হত্যা ও থানা ভবনে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় আওয়ামী লীগের চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ছয় হাজার ব্যক্তিকে আসামি করে গত ২৬ আগস্ট রাতে এনায়েতপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল মালেক বাদী হয়ে মামলা দায়ের করেন। এই মামলায় গতকাল যুবলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত