প্রতিনিধি, তাড়াশ (সিরাজগঞ্জ)
করোনায় আক্রান্ত মা ও ভাইকে দেখতে নিয়মিত হাসপাতালে যাতায়াত করায় এক সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তাকে আইসোলেশনে পাঠিয়েছে প্রশাসন। শুক্রবার বিকেলে তাড়াশ উপজেলা সরকারি কোয়ার্টার এলাকায় এ ঘটনা ঘটে। ওই কর্মকর্তার নাম মো. মাহমুদুর রহমান।
জানা যায়, তাড়াশে কর্মরত সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. মাহমুদুর রহমানের মা ও ভাই করোনায় আক্রান্ত হয়ে নাটোর সদর হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি রয়েছেন। তাঁদের সঙ্গে দেখা ও সহায়তা করতে তিনি অবাধে যাতায়াত করতেন। তাঁর সঙ্গে বড় ভাই নাটোরের গুরুদাসপুরের মরিয়ম মেমোরিয়াল বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফিরোজ আলী আহমেদ এবং আরও কিছু আত্মীয়স্বজনও করোনা ওয়ার্ডে ঢুকতেন।
এ ঘটনা জানতে পেরে সংবাদ প্রকাশের জন্য তথ্য সংগ্রহ করতে গেলে গত বৃহস্পতিবার নাটোরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন মো. মাহমুদুর রহমান ও মো. ফিরোজ আলী আহমেদ। এ ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে টনক নড়ে প্রশাসনের। প্রশাসন তাৎক্ষণিকভাবে করোনা ইউনিটে রোগীদের আত্মীয়স্বজনদের যাতায়াত বন্ধ করে দেয়।
এদিকে তাড়াশ উপজেলায় কর্মরত সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. মাহমুদুর রহমানকে করোনা ওয়ার্ডে অবাধ যাতায়াত করেও তাড়াশে ফিরে এসে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে দেখা যায়। এ প্রসঙ্গে সচেতন মহল তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে শুক্রবার মাহমুদুর রহমানকে উপজেলা কোয়ার্টারে আইসোলেশনে পাঠানোর ব্যবস্থা করেন তিনি।
তাড়াশ উপজেলা শিক্ষা অফিসার মো. আকতারুজ্জামান বলেন, ঘটনাটি আমি শুনেছি। তবে একজন সরকারি দায়িত্বশীল কর্মকর্তার এ ধরনের আচরণ অনাকাঙ্ক্ষিত। ঘটনাটি জানার পরই তাঁকে দ্রুত উপজেলা কোয়ার্টারে আইসোলেশনে রাখার ব্যবস্থা করা হয়েছে।
করোনায় আক্রান্ত মা ও ভাইকে দেখতে নিয়মিত হাসপাতালে যাতায়াত করায় এক সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তাকে আইসোলেশনে পাঠিয়েছে প্রশাসন। শুক্রবার বিকেলে তাড়াশ উপজেলা সরকারি কোয়ার্টার এলাকায় এ ঘটনা ঘটে। ওই কর্মকর্তার নাম মো. মাহমুদুর রহমান।
জানা যায়, তাড়াশে কর্মরত সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. মাহমুদুর রহমানের মা ও ভাই করোনায় আক্রান্ত হয়ে নাটোর সদর হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি রয়েছেন। তাঁদের সঙ্গে দেখা ও সহায়তা করতে তিনি অবাধে যাতায়াত করতেন। তাঁর সঙ্গে বড় ভাই নাটোরের গুরুদাসপুরের মরিয়ম মেমোরিয়াল বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফিরোজ আলী আহমেদ এবং আরও কিছু আত্মীয়স্বজনও করোনা ওয়ার্ডে ঢুকতেন।
এ ঘটনা জানতে পেরে সংবাদ প্রকাশের জন্য তথ্য সংগ্রহ করতে গেলে গত বৃহস্পতিবার নাটোরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন মো. মাহমুদুর রহমান ও মো. ফিরোজ আলী আহমেদ। এ ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে টনক নড়ে প্রশাসনের। প্রশাসন তাৎক্ষণিকভাবে করোনা ইউনিটে রোগীদের আত্মীয়স্বজনদের যাতায়াত বন্ধ করে দেয়।
এদিকে তাড়াশ উপজেলায় কর্মরত সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. মাহমুদুর রহমানকে করোনা ওয়ার্ডে অবাধ যাতায়াত করেও তাড়াশে ফিরে এসে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে দেখা যায়। এ প্রসঙ্গে সচেতন মহল তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে শুক্রবার মাহমুদুর রহমানকে উপজেলা কোয়ার্টারে আইসোলেশনে পাঠানোর ব্যবস্থা করেন তিনি।
তাড়াশ উপজেলা শিক্ষা অফিসার মো. আকতারুজ্জামান বলেন, ঘটনাটি আমি শুনেছি। তবে একজন সরকারি দায়িত্বশীল কর্মকর্তার এ ধরনের আচরণ অনাকাঙ্ক্ষিত। ঘটনাটি জানার পরই তাঁকে দ্রুত উপজেলা কোয়ার্টারে আইসোলেশনে রাখার ব্যবস্থা করা হয়েছে।
অহিংস গণ-অভ্যুত্থানের অন্যতম সংগঠক মাহবুবুল আলম চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের একটি টিম
৩ ঘণ্টা আগেজামিনে কারাগার থেকে মুক্তি পাওয়ার পরই গ্রেপ্তার হয়েছেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা রাহেনুল হক। সোমবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান এবং এরপরই জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেন
৪ ঘণ্টা আগেঅবশেষে কক্সবাজার-সেন্ট মার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে জেলা প্রশাসন। আগামী বৃহস্পতিবার কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএর ঘাট থেকে কেয়ারি সিন্দাবাদ নামক একটি জাহাজ পর্যটক নিয়ে সেন্ট মার্টিন যাবে
৪ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রলীগের আপ্যায়নবিষয়ক সম্পাদক ইমন খান জীবনকে (২৮) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রোববার (২৪ নভেম্বর) রাতে নারায়ণগঞ্জ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়
৪ ঘণ্টা আগে