ধুনট (বগুড়া) প্রতিনিধি
বখাটেদের ধর্ষণচেষ্টার শিকার হয়ে লোকলজ্জার ভয়ে বিষপানে আত্মহত্যা করেছে এক মেধাবী কিশোরী (১৭)। বগুড়ার ধুনট উপজেলায় এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় শুক্রবার সকালে থানায় একটি মামলা দায়ের হয়েছে। স্থানীয় একটি কলেজ থেকে এ বছর জিপিএ ৫ পেয়ে উচ্চমাধ্যমিক পাস করেছিল সেই কিশোরী।
গত ১২ এপ্রিল সকাল ৯টার দিকে ওই কিশোরীর বাড়িতে কেউ থাকার সুযোগে বাবুল ও তাঁর সহযোগী রফিকুল তার ঘরে প্রবেশ করে। এরপর অস্ত্রের মুখে জিম্মি করে তাকে ধর্ষণের চেষ্টা করে বাবুল মিয়া। কিন্তু ওই কিশোরীর চিৎকারে আশপাশ থেকে বাড়ির লোকজন ফিরে আসলে বাবুল ও রফিকুল সটকে পড়ে। ঘটনাটি জানাজানি হলে লোকলজ্জার ভয়ে ওই কিশোরী বিষপান করে। পরে অসুস্থ অবস্থায় স্বজনেরা তাকে করে প্রথমে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার অবস্থায় অবনতি হলে সেখান থেকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত ১২টার দিকে তার মৃত্যু হয়।
ধর্ষণচেষ্টার পরপরই ও কিশোরীর বাবা বাদী হয়ে বাবুল ও রফিকুল সহ ৬ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন। কিন্তু অভিযোগটি আমলে নেয়নি পুলিশ। তবে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে কলেজছাত্রীর মৃত্যুর খবর পেয়ে অভিযোগটি থানায় মামলা হিসেবে রেকর্ড করেছে পুলিশ।
মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই কিশোরীকে প্রায় দুই বছর ধরেই কু-প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করত বাবুল মিয়া। অতিষ্ঠ হয়ে এ বিষয়টি নিয়ে গ্রামের মাতব্বরদের কাছে বিচার চান তার বাবা। কিন্তু মাতব্বরেরাও এ ঘটনার কোনো সুরাহা করতে পারেনি। বিচার চাওয়ার পর থকে আরও ক্ষুব্ধ হয়ে ওঠে বাবুল মিয়া।
নিহত কিশোরীর বাবা বলেন, ‘মেয়েকে উত্ত্যক্তের বিচার গ্রামের মাতব্বরদের কাছে চেয়ে পাইনি। থানায় অভিযোগ দিলেও পুলিশ খোঁজখবর নেয়নি। আমার মেয়ের মতো যেন আর কারও মেয়েকে এভাবে জীবন দিতে না হয়। আমি এর দৃষ্টান্তমূলক বিচার চাই।’
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপাসিন্ধু বালা বলেন, ‘অভিযোগটি তদন্ত সাপেক্ষে মামলা রেকর্ড করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।’
বখাটেদের ধর্ষণচেষ্টার শিকার হয়ে লোকলজ্জার ভয়ে বিষপানে আত্মহত্যা করেছে এক মেধাবী কিশোরী (১৭)। বগুড়ার ধুনট উপজেলায় এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় শুক্রবার সকালে থানায় একটি মামলা দায়ের হয়েছে। স্থানীয় একটি কলেজ থেকে এ বছর জিপিএ ৫ পেয়ে উচ্চমাধ্যমিক পাস করেছিল সেই কিশোরী।
গত ১২ এপ্রিল সকাল ৯টার দিকে ওই কিশোরীর বাড়িতে কেউ থাকার সুযোগে বাবুল ও তাঁর সহযোগী রফিকুল তার ঘরে প্রবেশ করে। এরপর অস্ত্রের মুখে জিম্মি করে তাকে ধর্ষণের চেষ্টা করে বাবুল মিয়া। কিন্তু ওই কিশোরীর চিৎকারে আশপাশ থেকে বাড়ির লোকজন ফিরে আসলে বাবুল ও রফিকুল সটকে পড়ে। ঘটনাটি জানাজানি হলে লোকলজ্জার ভয়ে ওই কিশোরী বিষপান করে। পরে অসুস্থ অবস্থায় স্বজনেরা তাকে করে প্রথমে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার অবস্থায় অবনতি হলে সেখান থেকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত ১২টার দিকে তার মৃত্যু হয়।
ধর্ষণচেষ্টার পরপরই ও কিশোরীর বাবা বাদী হয়ে বাবুল ও রফিকুল সহ ৬ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন। কিন্তু অভিযোগটি আমলে নেয়নি পুলিশ। তবে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে কলেজছাত্রীর মৃত্যুর খবর পেয়ে অভিযোগটি থানায় মামলা হিসেবে রেকর্ড করেছে পুলিশ।
মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই কিশোরীকে প্রায় দুই বছর ধরেই কু-প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করত বাবুল মিয়া। অতিষ্ঠ হয়ে এ বিষয়টি নিয়ে গ্রামের মাতব্বরদের কাছে বিচার চান তার বাবা। কিন্তু মাতব্বরেরাও এ ঘটনার কোনো সুরাহা করতে পারেনি। বিচার চাওয়ার পর থকে আরও ক্ষুব্ধ হয়ে ওঠে বাবুল মিয়া।
নিহত কিশোরীর বাবা বলেন, ‘মেয়েকে উত্ত্যক্তের বিচার গ্রামের মাতব্বরদের কাছে চেয়ে পাইনি। থানায় অভিযোগ দিলেও পুলিশ খোঁজখবর নেয়নি। আমার মেয়ের মতো যেন আর কারও মেয়েকে এভাবে জীবন দিতে না হয়। আমি এর দৃষ্টান্তমূলক বিচার চাই।’
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপাসিন্ধু বালা বলেন, ‘অভিযোগটি তদন্ত সাপেক্ষে মামলা রেকর্ড করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।’
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকার বিটাক মোড়ে বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটির (বুটেক্স) শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত অর্ধশত শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের শমরিতা ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের মধ্যে কয়েকজ
৩ ঘণ্টা আগেরাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকার বিটাক মোড়ে বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটির (বুটেক্স) শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। রোববার (২৪ নভেম্বর) রাত ১০টা থেকে এ সংঘর্ষ শুরু হয়। পরে পুলিশ গিয়ে দুই পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। রাত ১২টায় শেষ খবর পাওয়া পর্যন্ত ঘট
৫ ঘণ্টা আগেব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে আটক করেছে বিজিবি। আজ রোববার বিকেলে আখাউড়া স্থলবন্দর বিজিবি চেকপোস্ট থেকে তাঁকে আটক করে বিজিবি আইসিপি ক্যাম্পের টহলরত জওয়ানরা।
৫ ঘণ্টা আগেপুরান ঢাকায় সেন্ট গ্রেগরি স্কুল অ্যান্ড কলেজে হামলা চালিয়ে ভাঙচুর করেছেন সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। আজ রোববার রাজধানীর ৩৫ এর অধিক কলেজের শিক্ষার্থীরা সোহরাওয়ার্দী কলেজে ভাঙচুর ও লুটপাট করার পর ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা ৫টার দিকে এ হামলা চালায়।
৬ ঘণ্টা আগে