Ajker Patrika

সরকার শ্রমিকদের জীবনমানের উন্নয়ন ঘটিয়েছে: ডেপুটি স্পিকার

পাবনা প্রতিনিধি
সরকার শ্রমিকদের জীবনমানের উন্নয়ন ঘটিয়েছে: ডেপুটি স্পিকার

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু বলেছেন, ‘বর্তমান সরকার শ্রমিকদের ন্যায্য অধিকার বেতন-ভাতা বৃদ্ধি ও জীবনমানের উন্নয়নের প্রচেষ্টা অব্যাহত রেখেছে। সরকার সব শ্রমিকের শ্রমের যথাযথ মূল্যায়নের মাধ্যমে পর্যায়ক্রমে ঐতিহাসিক মে দিবসের দাবি পূর্ণ বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে।’ 

মহান মে দিবস উপলক্ষে আজ সোমবার পাবনার সাঁথিয়া উপজেলা জাতীয় শ্রমিক লীগের এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

এর আগে মে দিবসের একটি শোভাযাত্রা শহরের তিন মাথা মোড় থেকে শুরু হয়ে উপজেলা পরিষদ ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে দিয়ে ঘুরে সাঁথিয়া আওয়ামী লীগের কার্যালয়ে এসে শেষ হয়। 

মো. শামসুল হক টুকু বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শ্রমিকদের যথাযথ মজুরি পরিশোধে নির্দেশনা দিয়েছিলেন, শ্রমিকের ঘাম শুকানোর আগেই তাঁর মজুরি পরিশোধ করতে হবে। তাঁর দর্শন ছিল শ্রমিক বাঁচলে দেশ বাঁচবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গার্মেন্টস-শ্রমিকদের মজুরি দফায় দফায় বৃদ্ধির নির্দেশনা দিয়েছেন এবং তাঁদের মজুরি আগের তুলনায় কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। চা শ্রমিকসহ অন্যান্যদের মজুরিও বৃদ্ধি পেয়েছে।’ 

মে দিবস উপলক্ষে সাঁথিয়া পৌর সদরের তিন মাথা মোড় থেকে শোভাযাত্রা শুরু করে উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে দিয়ে ঘুরে এসে সাঁথিয়া আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। 

উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি হুমায়ুন কবির রশিদের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন–উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান আলী খান, সহসভাপতি রবিউল করিম হিরু, পৌর মেয়র মাহবুবুল আলম বাচ্চু, ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকন, সিএনজি মালিক-শ্রমিক সমিতির সভাপতি মানিক মিয়া রানা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ প্রমুখ। 

উপস্থিত ছিলেন সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ হোসেন, সাঁথিয়া উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত