নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
দুই দিন ধরে রাজশাহীতে বয়ে যাচ্ছে মাঝারি শৈত্যপ্রবাহ। এতে জবুথবু হয়ে পড়েছে পদ্মাপারের মানুষের জনজীবন। আগামীকাল শুক্রবার একই আবহাওয়া থাকতে পারে বলে আবহাওয়া কার্যালয় জানিয়েছে।
আজ বৃহস্পতিবার ভোর ৬টায় রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এটি রাজশাহীতে চলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। গতকাল বুধবার জেলায় ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়।
আবহাওয়া কার্যালয়ের তথ্য অনুযায়ী, তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তা মৃদু শৈত্যপ্রবাহ। আর ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস হলো মাঝারি শৈত্যপ্রবাহ। এ ছাড়া ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসকে তীব্র এবং ৪ ডিগ্রি সেলসিয়াসের নিচের তাপমাত্রাকে অতি তীব্র শৈত্যপ্রবাহ ধরা হয়। এ অনুযায়ী দুই দিন ধরে রাজশাহীতে চলছে মাঝারি শৈত্যপ্রবাহ।
এদিকে মাঝারি শৈত্যপ্রবাহের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গতকাল ভোরে রাজশাহীতে তেমন কুয়াশা ছিল না। তবে, আজ ঘনকুয়াশায় আচ্ছন্ন ছিল চারপাশ। সকাল ১০টার পর জেলায় সূর্যের দেখা মেলে। তবে ঠান্ডা বাতাসের কারণে কনকনে শীত অনুভূত হচ্ছে।
রাজশাহী আবহাওয়া কার্যালয়ের পর্যবেক্ষক লতিফা হেলেন জানান, রাজশাহীতে কয়েক দিন ধরেই মৃদু শৈত্যপ্রবাহ চলছিল। দুই দিনে তা মাঝারি শৈত্যপ্রবাহে রূপ নিয়েছে। আজ তাপমাত্রা রেকর্ড করা ৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এটি চলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা।
আবহাওয়া অধিদপ্তরের ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা বিভাগের যশোর ও চুয়াডাঙ্গাসহ রাজশাহী এবং রংপুর বিভাগের ১৬ জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ হয়ে যাচ্ছে। আগামীকাল শুক্রবারও মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
দুই দিন ধরে রাজশাহীতে বয়ে যাচ্ছে মাঝারি শৈত্যপ্রবাহ। এতে জবুথবু হয়ে পড়েছে পদ্মাপারের মানুষের জনজীবন। আগামীকাল শুক্রবার একই আবহাওয়া থাকতে পারে বলে আবহাওয়া কার্যালয় জানিয়েছে।
আজ বৃহস্পতিবার ভোর ৬টায় রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এটি রাজশাহীতে চলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। গতকাল বুধবার জেলায় ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়।
আবহাওয়া কার্যালয়ের তথ্য অনুযায়ী, তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তা মৃদু শৈত্যপ্রবাহ। আর ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস হলো মাঝারি শৈত্যপ্রবাহ। এ ছাড়া ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসকে তীব্র এবং ৪ ডিগ্রি সেলসিয়াসের নিচের তাপমাত্রাকে অতি তীব্র শৈত্যপ্রবাহ ধরা হয়। এ অনুযায়ী দুই দিন ধরে রাজশাহীতে চলছে মাঝারি শৈত্যপ্রবাহ।
এদিকে মাঝারি শৈত্যপ্রবাহের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গতকাল ভোরে রাজশাহীতে তেমন কুয়াশা ছিল না। তবে, আজ ঘনকুয়াশায় আচ্ছন্ন ছিল চারপাশ। সকাল ১০টার পর জেলায় সূর্যের দেখা মেলে। তবে ঠান্ডা বাতাসের কারণে কনকনে শীত অনুভূত হচ্ছে।
রাজশাহী আবহাওয়া কার্যালয়ের পর্যবেক্ষক লতিফা হেলেন জানান, রাজশাহীতে কয়েক দিন ধরেই মৃদু শৈত্যপ্রবাহ চলছিল। দুই দিনে তা মাঝারি শৈত্যপ্রবাহে রূপ নিয়েছে। আজ তাপমাত্রা রেকর্ড করা ৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এটি চলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা।
আবহাওয়া অধিদপ্তরের ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা বিভাগের যশোর ও চুয়াডাঙ্গাসহ রাজশাহী এবং রংপুর বিভাগের ১৬ জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ হয়ে যাচ্ছে। আগামীকাল শুক্রবারও মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে টানা দুদিন পানি সরবরাহ বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন চিকিৎসা নিতে আসা শত শত রোগী ও স্বজনেরা। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, পানি তোলার মোটর বিকল হওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
৩ মিনিট আগেহত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি জাতীয় পার্টির (জাপা) সাবেক এমপি কর্নেল (অব.) আব্দুল কাদের খান (৭৩) মারা গেছেন। আজ রোববার রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
১৮ মিনিট আগেক্ষমতা হারানো আওয়ামী লীগের সঙ্গে কোনো দ্বন্দ্ব নেই বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু। তবে ক্ষমতায় থাকাকালীন যারা হত্যা, খুন, গুম ও নির্যাতনের সঙ্গে জড়িত ছিল তাদের শাস্তি এবং যারা অন্যায় করে নাই, তাদের বিরুদ্ধে বিএনপির কোনো অভিযোগ নেই বলে জানান তিনি।
৩১ মিনিট আগেবগুড়ার গাবতলীতে ছয়জনকে কুপিয়ে জখম করার অভিযোগে যুবদল নেতা হৃদয় হোসেন গোলজারসহ পাঁচজনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। গতকাল শনিবার রাতে গাবতলী থানায় মামলাটি করেন উপজেলার চামুরপাড়া গ্রামের বাসিন্দা জিল্লুর রহমান।
১ ঘণ্টা আগে