Ajker Patrika

স্কুলছাত্র সিহাব হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
স্কুলছাত্র সিহাব হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জে স্কুলছাত্র সিহাব হত্যার বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার দুর্লভপুর উচ্চ বিদ্যালয়ের সামনে এই মানববন্ধন করা হয়। এ সময় কান্নায় ভেঙে পড়েন নিহত স্কুলছাত্রের শিক্ষক, সহপাঠী ও অভিভাবকেরা। 

মানববন্ধনে বক্তারা বলেন, ‘এক সপ্তাহ পেরিয়ে গেলেও হত্যার সঙ্গে জড়িত আসামিদের এখনো আটক করতে পারেনি পুলিশ। বাইসাইকেল চালানো নিয়ে দ্বন্দ্বে তাকে পিটিয়ে হত্যা করা হয়। আমরা চাই, পুলিশ আসামিদের আটক করে নিহতের পরিবারের সদস্যের ন্যায়বিচার পেতে সহযোগিতা করবে। তারা দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার না করলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।’ 

নিহতের বাবা সাইদুর রহমান বলেন, ‘এক সপ্তাহ পেরিয়ে গেলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তেমন কোনো তৎপরতা নেই। বরং আসামিদের আটক না করতেই নানরকম টালবাহানা করছে পুলিশ। আমি সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি। বিচার না করে দিলে আমাদের বিষ দেন, তা খেয়ে মরে যেতে চাই।’ 

শিবগঞ্জে সিহাব হত্যার বিচার দাবিতে মানববন্ধনআরও বক্তব্য দেন–দুর্লভপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমিনুর রহমান, সহকারী শিক্ষক শাহিন আলী, দুর্লভপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গোলাম আজম, ইউপি সদস্য শাহজাহান আলী, নিহত স্কুলছাত্রের বাবা সাইদুর রহমান, মা সুফিয়া বেগম, স্থানীয় বাসিন্দা মুকুল ইসলাম প্রমুখ। 

গত ৭ জুন বিকেলে উপজেলার দুর্লভপুর ইউনিয়নের মহলদার পাড়ায় বাইসাইকেল চালানো নিয়ে দ্বন্দ্বে গঙ্গারামপুরে স্কুলছাত্র সিহাব আলীকে (১৫) পিটিয়ে হত্যা করা হয়। সিহাব দুর্লভপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল। এ ঘটনায় নিহতের বাবা সাইদুর রহমান পরদিন শিবগঞ্জ থানায় বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে ৭-৮ জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা দায়ের করেন। 

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহমেদ আজকের পত্রিকাকে বলেন, পুলিশ স্কুলছাত্র হত্যার মামলাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছে। এই মামলায় দুই আসামিকে আটক করেছে পুলিশ। তাদের দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত