পানি খেতে গিয়ে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি 
Thumbnail image
প্রতীকী ছবি

নাটোরের নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় মুক্তার হোসেন (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার বিকেল পৌনে ৪ টার দিকে উপজেলার মাধনগর রেলওয়ে স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের বাড়ি দিনাজপুর জেলার বিরল থানার মোখলেসপুর এলাকায়।

স্থানীয় ইয়ার আলী, মান্নান সরদার, জালাল সরদার বলেন, যুবকটি পঞ্চগড় থেকে রাজশাহীগামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনের যাত্রী ছিলেন। বাংলাবান্ধা ট্রেন মাধনগর স্টেশনে যাত্রাবিরতীর সময় মুক্তার হোসেন পানি খেতে যান। পানি খেয়ে ফেরার সময় ঢাকা থেকে পঞ্চগড়গামী-একতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তিনি মারাত্মক আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষণা করেন।

মাধনগর রেলস্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার মো. মমিন উদ্দিন প্রাং বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, তিনি বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনের যাত্রী ছিলেন। বাংলাবান্ধা ট্রেন মাধনগর স্টেশনে যাত্রাবিরতীর সময় মুক্তার হোসেন পানি খেতে যান। পানি খেয়ে ফেরার সময় ঢাকা থেকে পঞ্চগড়গামী-একতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তিনি মারাত্মক আহত হন। তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

কিশোরগঞ্জে বিএনপি নেতা হত্যা: সাবেক চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৪

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত