‘হাসিনা পতনের আন্দোলন করেছি, তারপরও আমার ওপর হামলা’

বগুড়া প্রতিনিধি
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১৮: ২৩

হাসিনা সরকার পতনের সময় আমি সামনের সারিতে থেকে আন্দোলন করেছি, তারপরও আমার ওপর হামলা করা হলো। এমন মন্তব্য করেছেন আলোচিত ও সমালোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। তিনি বলেন, ‘আমি রাজনীতি করে ভাইরাল হয়নি, নাটক সিনেমায় ভাইরাল হয়েছি। একজন আরেকজনকে উসকে দিয়ে আমার ওপর হামলা করেছে।’ 

আজ সোমবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। 

হিরো আলম অভিযোগ করে বলেন, ‘দুটি কারণে আদালত চত্বরে আমাকে মারপিট করা হয়েছে। একটি হলো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কটূক্তি ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বিরুদ্ধে মামলা। গতকাল দুইটি রাজনৈতিক দলের নেতা কর্মীরা আমাকে মারধর করেছে।’ 
 
তিনি আরও বলেন, ‘একটি রাজনৈতিক দলের নেতা বলেছেন, আমি ভাইরাল হওয়ার জন্য নাটক সাজিয়েছি। এ ধরনের মিথ্যা, গুজব ছড়ানো হয়েছে। এই কথার তীব্র নিন্দা জানাচ্ছি। 

একটি দলের কিছু বহিষ্কৃত নেতারা আমার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। ভিডিও ফুটেজ দেখে তাদের শনাক্ত করেছি। তাদের বিরুদ্ধে মামলা করা হবে। হাসিনা সরকার পতনের সময় আমি সামনের সারিতে থেকে আন্দোলন করেছি। তারপরও আমার ওপর হামলা করা হলো। আমার ইমেজকে নষ্ট করার জন্য একটি পক্ষ ষড়যন্ত্র করছে।’ 

গতকাল বগুড়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হিরো আলম ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে প্রচারণার সময় মারধর ও ২০২৩ সালের ১ ফেব্রুয়ারি একই আসনে উপনির্বাচনে কারচুপি ও মারপিটের অভিযোগ এনে মামলা দায়ের করেন। মামলায় ওবায়দুল কাদের, সাবেক সংসদ সদস্য রেজাউল করিম তানসেন ও সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালকে আসামি করা হয়। 

বেলা সাড়ে ১২টার দিকে আদালত এলাকায় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় পাঁচ থেকে সাতজন যুবক তারেক রহমানকে কটূক্তি করার অভিযোগে তার ওপর অতর্কিত হামলা চালায়। পরে এক সাংবাদিক সম্মেলনে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এ হামলার ঘটনায় বিএনপির কেউ জড়িত নয় বলে দানি করেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত