Ajker Patrika

গোমস্তাপুরে দুটি ট্রাকের সংঘর্ষে আহত ১

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ২০: ০৮
গোমস্তাপুরে দুটি ট্রাকের সংঘর্ষে আহত ১

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় রহনপুর-আড্ডা আঞ্চলিক সড়কে দুটি ট্রাকের সংঘর্ষে সোহেল রানা (২৬) নামে এক ড্রাইভার গুরুতর আহত হয়েছেন। আজ মঙ্গলবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। আহত ট্রাক ড্রাইভার শিবগঞ্জ উপজেলার রাঘবপুর গ্রামের বাসিন্দা ফজলুর রহমানের ছেলে। তিনি মধুমতি কোম্পানির মালবাহী ট্রাকের ড্রাইভার। 

গোমস্তাপুর ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, আজ বিকেলে পার্বতীপুর ইউনিয়নের এনায়েতপুর এলাকায় রহনপুর-আড্ডা আঞ্চলিক সড়কে বিপরীত দিক থেকে আসা দুটি ট্রাকের মধ্যে সংঘর্ষ হয়। এতে ট্রাক ড্রাইভার সোহেল রানা গুরুতর আহত হন। খবর পেয়ে গোমস্তাপুর ফায়ার সার্ভিসের ডিএডি সাবের আলী ও লিডার মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থল যান। পরে সোহেল রানাকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।   

রহনপুর পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ আসগর আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত