Ajker Patrika

হিন্দু ছাত্রকে ‘শিবির’ আখ্যা দিয়ে মেরে ফেলার হুমকি, রাবির দুই ছাত্রলীগ নেতাকে শোকজ

রাবি প্রতিনিধি
আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৩, ০৯: ১১
হিন্দু ছাত্রকে ‘শিবির’ আখ্যা দিয়ে মেরে ফেলার হুমকি, রাবির দুই ছাত্রলীগ নেতাকে শোকজ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে হিন্দু ছাত্রকে নির্যাতন ও ‘শিবির’ আখ্যা দিয়ে মেরে ফেলার হুমকির ঘটনায় জড়িত হল শাখা ছাত্রলীগের দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

আজ শনিবার রাতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ সোহরাওয়ার্দী হলে ঘটে যাওয়া ঘটনার প্রেক্ষিতে হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. নাঈম আলী ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. সোলাইমান আপনাদের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তার প্রেক্ষিতে আপনাদের বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তার উপযুক্ত কারণসহ লিখিত জবাব আগামী তিন কার্যদিবসের মধ্যে ছাত্রলীগের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দপ্তর সেলে জমা দিতে নির্দেশ প্রদান করা হলো। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু আজকের পত্রিকাকে বলেন, সোহরাওয়ার্দী হলের ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর অভিযোগের প্রেক্ষিতে আমরা অভিযুক্তদের কারণ দর্শানোর নোটিশ দিয়েছি। ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য আমরা খোঁজ নিচ্ছি। আর এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন আর না ঘটে সে জন্য অন্যান্য নেতা-কর্মীদের কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

পাগল বেশে রাস্তায় মেয়েদের উত্ত্যক্ত করা কন্টেন্ট ক্রিয়েটর সম্পর্কে যা জানা গেল

হাবিবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা

প্রধান উপদেষ্টার নতুন বিশেষ সহকারী কে এই আনিসুজ্জামান চৌধুরী

সেনাবাহিনীর ভূমিকা নিয়ে জাতিসংঘের ফলকার তুর্কের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল আইএসপিআর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত