বগুড়া প্রতিনিধি
১১ বছর পলাতক থাকার পর বগুড়ার কাহালুতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মোহাম্মদ জাকারিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার কাহালু পৌরসভার উলট্ট মহল্লার নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামি কাহালু পৌরসভার বিএনপি সমর্থিত মেয়র আব্দুল মান্নান ওরফে ভাটা মান্নানের ছেলে।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি আজকের পত্রিকাকে জানান, ২০১২ সালের ৫ এপ্রিল উপজেলার রুস্তম চাপড় গ্রামের রফিকুল ইসলাম তালুকদারের ছেলে নাইম ইসলামকে স্কুলে যাওয়ার পথে অপহরণ করা হয়। পরে মুক্তিপণ হিসেবে ৫ লাখ টাকা দাবি করা হয়। মুক্তিপণ না পেয়ে নাইমকে দোকানঘরে আটকে শ্বাসরোধ করে হত্যার পর বস্তাবন্দী করে আসামি মোহাম্মদ জাকারিয়ার (৪০) বাবার মালিকানাধীন ইটভাটার আগুনে পুড়িয়ে দেওয়া হয়।
পরে নাইমের বাবা ওই বছরের ১২ এপ্রিল জাকারিয়াসহ ১০ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই জাকারিয়া পলাতক ছিলেন। এ মামলায় ২০১৭ সালের ২৫ জানুয়ারি আদালত রায় ঘোষণা করেন। এতে জাকারিয়াকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়।
মাহমুদ হাসান আরও জানান, ‘জাকারিয়া দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। তবে মাঝেমধ্যে বাড়িতে আসা-যাওয়া করতেন বলে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি। গত বুধবার গভীর রাতে জাকারিয়া বাড়িতে আসেন। সংবাদটি নিশ্চিত হয়ে আজ (বৃহস্পতিবার) বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।’ শুক্রবার তাঁকে কারাগারে পাঠানো হবে বলে জানান তিনি।
১১ বছর পলাতক থাকার পর বগুড়ার কাহালুতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মোহাম্মদ জাকারিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার কাহালু পৌরসভার উলট্ট মহল্লার নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামি কাহালু পৌরসভার বিএনপি সমর্থিত মেয়র আব্দুল মান্নান ওরফে ভাটা মান্নানের ছেলে।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি আজকের পত্রিকাকে জানান, ২০১২ সালের ৫ এপ্রিল উপজেলার রুস্তম চাপড় গ্রামের রফিকুল ইসলাম তালুকদারের ছেলে নাইম ইসলামকে স্কুলে যাওয়ার পথে অপহরণ করা হয়। পরে মুক্তিপণ হিসেবে ৫ লাখ টাকা দাবি করা হয়। মুক্তিপণ না পেয়ে নাইমকে দোকানঘরে আটকে শ্বাসরোধ করে হত্যার পর বস্তাবন্দী করে আসামি মোহাম্মদ জাকারিয়ার (৪০) বাবার মালিকানাধীন ইটভাটার আগুনে পুড়িয়ে দেওয়া হয়।
পরে নাইমের বাবা ওই বছরের ১২ এপ্রিল জাকারিয়াসহ ১০ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই জাকারিয়া পলাতক ছিলেন। এ মামলায় ২০১৭ সালের ২৫ জানুয়ারি আদালত রায় ঘোষণা করেন। এতে জাকারিয়াকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়।
মাহমুদ হাসান আরও জানান, ‘জাকারিয়া দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। তবে মাঝেমধ্যে বাড়িতে আসা-যাওয়া করতেন বলে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি। গত বুধবার গভীর রাতে জাকারিয়া বাড়িতে আসেন। সংবাদটি নিশ্চিত হয়ে আজ (বৃহস্পতিবার) বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।’ শুক্রবার তাঁকে কারাগারে পাঠানো হবে বলে জানান তিনি।
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
৭ মিনিট আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
১১ মিনিট আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
১ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
২ ঘণ্টা আগে