জুমার নামাজ পড়াতে যাওয়ার পথে ট্রাক চাপায় ইমামের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৪ জুন ২০২৪, ১৭: ০৪

চাঁপাইনবাবগঞ্জে একটি মসজিদে জুমার নামাজ পড়াতে যাওয়ার পথে ট্রাক চাপায় মো. জাহিদ হাসান ওরফে শামসুল (৪৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। তিনি একটি মসজিদে ইমামের দায়িত্ব পালন করছিলেন। শামসুল নাচোল উপজেলার নেজামপুর গ্রামের আব্দুল মতিনের ছেলে ও নাচোল সরকারি কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রভাষক। 

আজ শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার কল্যাণপুরে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) এসএম নুরুল কাদির সৈকত। 

নিহতের স্ত্রী শারমিন খাতুন বলেন, শিক্ষকতার পাশাপাশি জুম্মার দিনে বিভিন্ন মসজিদে ইমামতি করতেন শামসুল। আজ শুক্রবার সকালে চাঁপাইনবাবগঞ্জ নামো সংকরবাটি এলাকার একটি মসজিদে নামাজ পড়ানোর জন্য তিনি বাড়ী থেকে মোটরসাইকেলযোগে রওনা দেন। পথিমধ্যে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার কল্যাণপুরে পৌঁছালে সামনে থেকে আসা একটি ট্রাক চাপা দিলে গুরুতর আহত হন। 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) এসএম নুরুল কাদির সৈকত বলেন, ইমাম নিহতের খবর পেয়ে ঘটনাস্থল থেকে চাপা দেওয়া ট্রাকটি আটক করা হয়েছে। মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত