Ajker Patrika

পুলিশের কাছ থেকে আসামি ছিনতাই, অর্ধশত নারী-পুরুষের নামে মামলা

বগুড়া প্রতিনিধি
আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ২০: ১৮
পুলিশের কাছ থেকে আসামি ছিনতাই, অর্ধশত নারী-পুরুষের নামে মামলা

বগুড়ার সারিয়াকান্দিতে পুলিশের কাছ থেকে আসামি ছিনতাইয়ের ঘটনায় অর্ধশত নারী-পুরুষের নামে মামলা দেওয়া হয়েছে। গতকাল শনিবার রাতে সারিয়াকান্দি থানায় মামলাটি করেন থানার উপপরিদর্শক (এসআই) নুর আলম।

এর আগে গতকাল বিকেলে মাদকজাতীয় ট্যাবলেট বিক্রির অভিযোগে বিসমিল্লাহ ফার্মেসির মালিক সেবিন রহমানকে আটক করে পুলিশ। পরে স্থানীয়রা পুলিশের কাছ থেকে তাঁকে ছিনিয়ে নেন। সেবিন রহমান রামচন্দ্রপুর গ্রামের মোজাফফর হোসেনের ছেলে।

অভিযুক্ত সেবিন রহমান বলেন, ‘শনিবার বিকেলে সারিয়াকান্দি থানার সহকারী উপপরিদর্শক (এসএসআই) স্মরন ও আমজাদ আমার দোকানে আসেন। দোকানে ট্যাপেন্টাডল ট্যাবলেট রয়েছে বলে তাঁরা তল্লাশি করেন। তল্লাশির পর ট্যাপেন্টাডল ট্যাবলেট না পেয়ে দোকানে থাকা নগদ দুই লাখ টাকা দেখে পুলিশ বলে এখান থেকে ৫০ হাজার টাকা দিতে। টাকা না দিলে পুলিশ হ্যান্ডকাপ লাগিয়ে আমাকে থানায় নিয়ে যাওয়ার চেষ্টা করে।’ পরে স্থানীয়রা পুলিশের ওপর চড়াও হয়ে সেবিন রহমানকে ছিনিয়ে নেন।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ চক্রবর্তী বলেন, নারচি ফকিরপাড়া গ্রামের আপেল এবং ওয়াশিম নামের দুজনকে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ পুলিশ গ্রেপ্তার করা হয়। তাঁরা পুলিশকে জানান সেবিন রহমানের দোকান থেকে ট্যাপেন্টাডল ট্যাবলেট কিনেছেন। তাঁর কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী সেবিনের দোকানে তল্লাশি করা হয়। এ সময় সেবিনের স্বজন ও স্থানীয়রা পুলিশের ওপর চড়াও হয়ে তাঁকে ছিনিয়ে নেন।

ওসি আরও বলেন, ‘সেবিন রহমান এর আগেও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ পুলিশের হাতে দুবার ধরা পড়েছিল। তার কাছে ৫০ হাজার টাকা দাবি করার অভিযোগ মিথ্যা।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

বগুড়ায় ইফতারের পর ডেকে নিয়ে যুবককে হত্যা

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত