Ajker Patrika

লালপুরের ইমো হ্যাকারদের বিরুদ্ধে মামলার নির্দেশ

লালপুর (নাটোর) প্রতিনিধি
লালপুরের ইমো হ্যাকারদের বিরুদ্ধে মামলার নির্দেশ

নাটোরের লালপুরে ইমো হ্যাকারদের বিরুদ্ধে মামলার নির্দেশ দিয়েছেন আদালত। এই মামলায় বাদী হবেন উপপরিদর্শকের নিচে নয় এমন একজন কর্মকর্তা। গতকাল রোববার বিকেলে নাটোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবু সাঈদ এই আদেশ দেন।

আদেশে নিয়মিত মামলা রুজু করার জন্য লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বলা হয়, ২২ সেপ্টেম্বরের মধ্যে এ ব্যাপারে লিখিত প্রতিবেদন আদালতকে জানাতে হবে। একই দিনে পরবর্তী আদেশও দেবেন আদালত।

আদেশে বলা হয়, ১৬ সেপ্টেম্বরের আজকের পত্রিকার অনলাইন ও প্রিন্ট সংস্করণে ‘দেশজুড়ে ইমোর মাধ্যমে প্রতারণা কেন্দ্র লালপুর’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। ডেইলি স্টারের ফেসবুক পেজে ও ডিবিসি নিউজের ফেসবুক পেজেও একই ধরনের প্রতিবেদন প্রকাশিত হয়। এসব প্রতিবেদন ম্যাজিস্ট্রেটের দৃষ্টিগোচর হয়েছে। 

আদালত বলেন, প্রকাশিত সংবাদগুলো পর্যালোচনা করে দেখা যায়, নাটোরের লালপুর উপজেলার বিভিন্ন গ্রামে একটা সংঘবদ্ধ প্রতারক চক্র সামাজিক যোগাযোগমাধ্যম ইমো হ্যাক করে প্রতিদিন প্রবাসীসহ বিভিন্ন মানুষের কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে, যা আমলযোগ্য অপরাধ। এ ধরনের অপরাধ দণ্ডবিধির বিভিন্ন ধারাসহ ডিজিটাল নিরাপত্তা আইনের ২৩ ও ৩৪ ধারার অধীনে আমলযোগ্য। এর সর্বোচ্চ সাজা ১৪ বছরের কারাদণ্ড ও ১ কোটি টাকা জরিমানা। 

আদালত আদেশে আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে হাজার হাজার মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার কর্মকাণ্ড মূলত রাষ্ট্রের বিরুদ্ধেই সংগঠিত অপরাধ। এ ধরনের অপরাধী চক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করা হলে, মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা বেড়ে যাবে। সে কারণে এ ধরনের অপরাধী চক্রকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা সমীচীন বলে আদালত মনে করেন।

আদালত আদেশে প্রকাশিত প্রতিবেদনগুলো পর্যালোচনা করে একটি নিয়মিত মামলা রুজু করার জন্য লালপুর থানার ভারপ্রাপ্তকে নির্দেশ দেন।

জানতে চাইলে নাটোর কোর্ট পরিদর্শক আমিনুর রহমান আজকের পত্রিকাকে বলেন, আদালতের আদেশের অনুলিপি লালপুর থানায় পৌঁছানোর প্রস্তুতি চলছে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান জানান, বিষয়টি তিনি মুখে মুখে শুনেছেন। এখনো লিখিত আদেশ পাননি। পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলেও জানান। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বনশ্রীতে স্বর্ণ ডাকাতির মামলায় গ্রেপ্তার আমিনুল ছাত্রলীগের, সুমন শ্রমিক দলের নেতা

সামরিক বাহিনীর ৮ সংস্থা ও স্থাপনার নাম পরিবর্তন

ককটেল ফুটতেই সেলুনে লুকায় পুলিশ, রণক্ষেত্র হয় এলাকা

মসজিদে লুকিয়েও রক্ষা পেলেন না স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তাঁর ভাই, ঘরবাড়ি জ্বালিয়ে দিল প্রতিপক্ষ

বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক নিয়ে আবারও যা বললেন ভারতের সেনাপ্রধান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত