কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামে পুলিশের কনস্টেবল নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে মো. ইয়াকুব আলী সাদ্দাম (৩০) নামের এক যুবক গ্রেপ্তার হয়েছেন। আজ বুধবার জেলা পুলিশ লাইনসে লিখিত পরীক্ষা চলাকালীন তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার ইয়াকুব আলী সাদ্দাম রংপুর জেলার পীরগঞ্জ থানার গুরজী পাড়া গ্রামের বাসিন্দা। তিনি রংপুরের কারমাইকেল কলেজ থেকে সমাজ বিজ্ঞানে স্নাতকোত্তর শেষ করেছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে জানিয়েছেন।
জেলা পুলিশ জানায়, কনস্টেবল পদে নিয়োগের লিখিত পরীক্ষায় অসদুপায় অবলম্বন করে মূল প্রার্থীর স্থানে প্রক্সি প্রার্থী হয়ে পরীক্ষা দেওয়ার সময় ইয়াকুব আলী সাদ্দামকে কুড়িগ্রাম জেলা টিআরসি নিয়োগ বোর্ডের সদস্যরা আটক করে। পরে তার বিরুদ্ধে পাবলিক পরীক্ষা আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
নিয়োগ বোর্ড সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ইয়াকুব আলী সাদ্দাম কুড়িগ্রামের উলিপুর উপজেলার বেলাল হোসেন নামে এক প্রার্থীর হয়ে লিখিত পরীক্ষায় অংশ নিয়েছিলেন। প্রার্থীর সঙ্গে গ্রেপ্তার সাদ্দামের সম্পর্কসহ প্রক্সি দিতে কোনো আর্থিক লেনদেন হয়েছে কিনা তা তদন্ত করছে পুলিশ।
পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম বলেন, বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে সম্পন্ন করা হচ্ছে। নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম কিংবা জালিয়াতির আশ্রয় নেওয়ার কোন সুযোগ নেই। আটক যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
কুড়িগ্রামে পুলিশের কনস্টেবল নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে মো. ইয়াকুব আলী সাদ্দাম (৩০) নামের এক যুবক গ্রেপ্তার হয়েছেন। আজ বুধবার জেলা পুলিশ লাইনসে লিখিত পরীক্ষা চলাকালীন তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার ইয়াকুব আলী সাদ্দাম রংপুর জেলার পীরগঞ্জ থানার গুরজী পাড়া গ্রামের বাসিন্দা। তিনি রংপুরের কারমাইকেল কলেজ থেকে সমাজ বিজ্ঞানে স্নাতকোত্তর শেষ করেছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে জানিয়েছেন।
জেলা পুলিশ জানায়, কনস্টেবল পদে নিয়োগের লিখিত পরীক্ষায় অসদুপায় অবলম্বন করে মূল প্রার্থীর স্থানে প্রক্সি প্রার্থী হয়ে পরীক্ষা দেওয়ার সময় ইয়াকুব আলী সাদ্দামকে কুড়িগ্রাম জেলা টিআরসি নিয়োগ বোর্ডের সদস্যরা আটক করে। পরে তার বিরুদ্ধে পাবলিক পরীক্ষা আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
নিয়োগ বোর্ড সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ইয়াকুব আলী সাদ্দাম কুড়িগ্রামের উলিপুর উপজেলার বেলাল হোসেন নামে এক প্রার্থীর হয়ে লিখিত পরীক্ষায় অংশ নিয়েছিলেন। প্রার্থীর সঙ্গে গ্রেপ্তার সাদ্দামের সম্পর্কসহ প্রক্সি দিতে কোনো আর্থিক লেনদেন হয়েছে কিনা তা তদন্ত করছে পুলিশ।
পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম বলেন, বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে সম্পন্ন করা হচ্ছে। নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম কিংবা জালিয়াতির আশ্রয় নেওয়ার কোন সুযোগ নেই। আটক যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘৫ আগস্টের চার দিন আগে জামায়াতকে নিষিদ্ধ করা হয়েছিল। কিন্তু তারপর চার দিনও টিকতে পারেনি আওয়ামী লীগ। জনরোষে পড়ে দেশ ছেড়ে ভারতে পালাতে বাধ্য হয়েছেন শেখ হাসিনা ও তাঁর আত্মীয়স্বজন। তাঁর বিচার জনগণই করবে। তারা নির্বাচনে আসতে পারবে কিনা সেটি জনগণের ওপর নির্ভর করবে...
১১ মিনিট আগেবগুড়ার দুপচাঁচিয়ায় ভাড়াটিয়া মাবিয়া চার লাখ টাকার চুক্তিতে গৃহবধূ সালমাকে হত্যার পরিকল্পনা করেন। তবে মাবিয়া চুক্তি করা অটোভ্যানচালক সুমন রবিদাসকে টাকা দেননি।
২৭ মিনিট আগেপাঁচটি গ্রাম ঘেঁষে সরকারি জলাশয় ডাহার বিল। যুগ যুগ ধরে এ বিলে মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন জেলেরা। এ ছাড়া দেশীয় মাছ ধরে আমিষের চাহিদা মেটাত এসব গ্রামের মানুষ। তবে ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর রাজশাহীর দুর্গাপুর উপজেলার পৌর এলাকার শালঘরিয়াসহ পাঁচ গ্রামের ৬২ বিঘা খাস জলাশয় ডাহার...
৩২ মিনিট আগেবিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, বিদ্যুতের সমস্যা সমাধানের জন্য নবায়নযোগ্য জ্বালানি একটা জোরের জায়গা। আমরা আগামী সপ্তাহে ৩০ থেকে ৪০টি প্রকল্পের জন্য টেন্ডার আহ্বান করবো। আমাদের বিদ্যুতের যে সমস্যা এটি বিদ্যুতের সমস্যা না...
১ ঘণ্টা আগে