Ajker Patrika

চিলমারীতে ব্রহ্মপুত্রের ডান তীর রক্ষার বাঁধে ধস

কুড়িগ্রাম ও চিলমারী প্রতিনিধি
চিলমারীতে ব্রহ্মপুত্রের ডান তীর রক্ষার বাঁধে ধস

কুড়িগ্রামের চিলমারী উপজেলার কাঁচকোল এলাকায় স্রোতের তোড়ে ব্রহ্মপুত্র নদের ডান তীর রক্ষা বাঁধে ধস দেখা দিয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরের দিকে উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের কাঁচকোল এলাকায় প্রায় ৩০ মিটার অংশ জুড়ে এই ধস দেখা দেয়। খবর পেয়ে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পাউবো কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন এসব তথ্য নিশ্চিত করেছেন। এর আগে ২০১৭ সালে উলিপুর উপজেলার অংশ থেকে চিলমারী পর্যন্ত ব্রহ্মপুত্রের ডান তীরে প্রায় সাড়ে কিলোমিটার এলাকা জুড়ে তীররক্ষা কাজ সম্পন্ন করে পাউবো। এতে ব্যয় হয় প্রায় ২৪৪ কোটি টাকা।

পাউবো জানায়, কয়েক দিনের লাগাতার পানি বাড়ার কারণে ব্রহ্মপুত্র ফুঁসে উঠছে। গত কয়েক বছর প্রকল্প এলাকা থেকে কিছুটা দূরে থাকলেও চলতি বছর ব্রহ্মপুত্র নদের প্রবাহ চিলমারী অংশে ডান তীরের নিকটবর্তী চলে আসে। তীরের কাছে নদের গভীরতা আকস্মিক বেড়েছে। ফলে কাঁচকোল এলাকায় তীর রক্ষা বাঁধের ৩০ মিটার অংশে বৃহস্পতিবার হঠাৎ ধস দেখা দিয়েছে। খবর পাওয়ামাত্র সেখানে বালু ভর্তি জিও ব্যাগ ফেলা শুরু করা হয়েছে।

রাণীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল ইসলাম মঞ্জু বলেন, ‘বাঁধটি রক্ষা করতে না পারলে ইউনিয়নের প্রায় অর্ধেক এলাকা ভাঙন ঝুঁকিতে পড়বে। বসতি ও ফসলি জমি হারিয়ে নিঃস্ব হবে কয়েক শ’ পরিবার।’

পাউবোর নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন জানান, হঠাৎ ধস দেখা দেওয়ায় ওই অংশে আজ সন্ধ্যা পর্যন্ত বালু ভর্তি প্রায় এক হাজার জিও ব্যাগ ডাস্পিং করা হয়েছে। ঝুঁকি কমাতে রাতেও ডাম্পিংয়ের কাজ চলবে। ঘটনাস্থলে পাউবোর কর্মকর্তারা উপস্থিত থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘পরীক্ষা করে দেখা গেছে ধসে যাওয়া অংশে নদের গভীরতা প্রায় ২৫ দশমিক ৮৪ মিটার (প্রায় ৮৪ ফুট) পাওয়া গেছে। ধস ঠেকাতে আমরা যথাসাধ্য চেষ্টা করছি। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় ঘটনাস্থলে বালু ভর্তি জিও ব্যাগ প্রস্তুত রাখা আছে। আশা করছি ঝুঁকিমুক্ত করা সম্ভব হবে।’

এক প্রশ্নের জবাবে এই নির্বাহী প্রকৌশলী বলেন, ‘ধস ঠেকানো না গেলে চিলমারীর তীর রক্ষা প্রকল্পটি ঝুঁকিতে পড়তে পারে। তখন উপজেলার একটি বড় অংশ ভাঙন ঝুঁকিতে পড়তে পারে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

বিএনপি নেতার ঘরে তালা মেরে অগ্নিসংযোগের অভিযোগ, ঘুমন্ত শিশুর মৃত্যু, দগ্ধ ৩

মাগুরায় বিটিভির মহাপরিচালক ও ট্রাইব্যুনালের প্রসিকিউটর জোহার বাড়িতে অগ্নিসংযোগ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ