ঠাকুরগাঁওয়ের দুই উপজেলায় সাড়া নেই ভোটারদের

ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ : ২১ মে ২০২৪, ১৪: ৫১
আপডেট : ২১ মে ২০২৪, ১৫: ৩৬

দ্বিতীয় ধাপের ভোটে ঠাকুরগাঁওয়ের দুই উপজেলা পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ মঙ্গলবার। সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হলেও দুপুর ১টা পর্যন্ত কেন্দ্রগুলোতে তেমন ভোটারের উপস্থিতি চোখে পড়েনি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ভ্রাম্যমাণ মোবাইল কোর্ট, প্রার্থীর এজেন্ট, প্রিসাইডিং কর্মকর্তাসহ নির্বাচন পরিচালনায় সবই ছিল প্রস্তুত। শুধু কমতি ভোটারের। পুরো কেন্দ্র ফাঁকা। 

সকাল ৮টা থেকে থেকে দুপুর ১টা পর্যন্ত সদর উপজেলার বিভিন্ন কেন্দ্র ঘুরে এমন চিত্র চোখে পড়ে। দুপুরে সদরের সিংপাড়া কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, কেন্দ্রে কোনো ভোটার সারি নেই। ১২টি বুথে ভোট গ্রহণ চলছে। ভোটার সারিতে দুটি কুকুর। এটি দেখে হাসাহাসি করছেন কেন্দ্রে দায়িত্বরত পুলিশ ও আনসার সদস্যরা। 

এই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মাহমুদুল কবির বলেন, ভোটার ৩ হাজার ৭৯৭ জন থাকলেও দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ২০০ মতো ভোট কাস্টিং হয়েছে। 

একই চিত্র দেখা গেছে সদরের আউলিয়াপুর ইউনিয়নের বুড়ীর হাট উচ্চবিদ্যালয়, গড়েয়া ইউনিয়নের আরাজি গুঞ্জরগঞ্জ উচ্চবিদ্যালয় একই ইউনিয়নের লস্করা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মিলনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রগুলোতে। এই কেন্দ্রগুলোতে বেলা ১টা পর্যন্ত মোট ভোটারের গড় হারে ভোট কাস্ট হয়েছে ১৫ থেকে ২০ শতাংশ। ভোটারশূন্য কেন্দ্রে দায়িত্বে থাকা আনসার ও পুলিশ সদস্যদের গল্পে মেতে উঠতে দেখা গেছে। 

লস্করা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রিসাইডিং কর্মকর্তা মো. নাজমুল হক বলেন, সব প্রার্থীর এজেন্ট থাকলেও ভোটার উপস্থিতি খুব কম। তবে দুপুর গড়িয়া বিকেল হলেও ভোটার উপস্থিতি বেড়ে যাবে বলে আশা করা হচ্ছে। 

আরেক কেন্দ্র মিলনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা গেল একই চিত্র। এই কেন্দ্রে ভোট দিতে আসা স্কুলশিক্ষক আব্দুল হামিদ বলেন, ‘ভোটের ওপর মানুষের আস্থা কমে গেছে। বিরোধী দলের কোনো প্রার্থী নেই। চারজন চেয়ারম্যান একই দলের। কোনো প্রতিযোগিতা না থাকায় মানুষের আগ্রহ কম।’ 

সদর উপজেলার ১৮৫টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। আওয়ামী লীগের চারজন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন—উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান অরুণাংশু দত্ত (আনারস), সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার (মোটরসাইকেল), সহসভাপতি রওশনুল হক (ঘোড়া) ও আওয়ামী লীগের নেতা কামরুল হাসান (কাপ-পিরিচ)।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত