Ajker Patrika

কুড়িগ্রামে সেবা বন্ধ রেখে নার্সদের কর্মবিরতি

কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামে সেবা বন্ধ রেখে নার্সদের কর্মবিরতি

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের নার্সরা কর্মক্ষেত্রে নিরাপত্তার দাবিতে কর্মবিরতি পালন করেছেন। সেবা বন্ধ রেখে আজ বুধবার সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত এই কর্মসূচি পালন করেন। এ সময় সাময়িক দুর্ভোগে পড়েন রোগী ও তাঁদের স্বজনেরা।

কর্মবিরতিতে অংশ নেওয়া নার্সদের দাবি, হাসপাতালে আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ পাওয়া পরিচ্ছন্নতাকর্মী রিপন দীর্ঘদিন ধরে নার্সদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করছেন। তারপরও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। রিপন ও তাঁর সঙ্গের কয়েকজন গতকাল মঙ্গলবার রাতে শিশু বিভাগে নার্সদের গালিগালাজ ও লাঞ্ছিত করেন। এই অবস্থায় তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। ফলে বাধ্য হয়ে কর্মবিরতি পালন করে প্রতিবাদ জানাচ্ছেন। আন্দোলনকারীরা পরে হাসপাতালের তত্ত্বাবধায়কের আশ্বাসে কর্মবিরতি স্থগিত করেন।

কর্মবিরতিতে নেতৃত্ব দেওয়া শিশু ওয়ার্ডের ইনচার্জ কাকলী বেগম বলেন, ‘গতকাল মঙ্গলবার রাত ১২টার দিকে ক্লিনার রিপন এসে নার্সদের অশালীন ভাষায় গালিগালাজ করেন এবং হুমকি দেন। পরে ভুক্তভোগী নার্সরা পরিবারের লোকজনকে ডেকে এনে বাড়িতে ফেরেন। বর্তমানে আমরা সবাই নিরাপত্তাহীনতায় ভুগছি।’

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের নার্সদের কর্মবিরতিনার্সদের সুপারভাইজার শোভা বিশ্বাস ও জুলেখা আজকের পত্রিকাকে বলেন, ‘রিপন আগেও নার্সদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছেন। মঙ্গলবার রাতেও একই ঘটনা ঘটিয়েছেন। তাঁরা এর সুষ্ঠু বিচার চান।’

তবে পরিচ্ছন্নতাকর্মী রিপন এসব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘মঙ্গলবার রাতে আমার পরিচিত এক ভাইয়ের ৬ মাসের বাচ্চাকে হাসপাতালে ভর্তি করানো হয়। কিন্তু দায়িত্বরত নার্সরা ১৬ টাকার সরকারি একটি ইনজেকশনের সাপ্লাই নাই বলে ৫০০ টাকা নিয়ে বলেন যে তাঁরা বাইরে থেকে এনে দিয়েছেন। আমি এর প্রতিবাদ করলে তাঁরা উত্তেজিত হয়ে পড়েন।’

এ ব্যাপারে জানতে চাইলে হাসপাতালের আবাসিক চিকিৎসক শাহীনুর রহমান সরদার আজকের পত্রিকাকে বলেন, ‘তত্ত্বাবধায়কের আশ্বাসে নার্সরা কাজে ফিরেছেন। তাঁদের লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। তাঁরা অভিযোগ দিলে কর্তৃপক্ষ তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

স্বাধীনতা পদক পাচ্ছেন এম এ জি ওসমানীসহ ৮ জন

কনের বাড়িতে প্রবেশের আগমুহূর্তে হৃদ্‌রোগে বরের মৃত্যু

বগুড়ায় মোবাইল ফোনে কথা বলার সময় ছাদ থেকে পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত