Ajker Patrika

বীরগঞ্জে ছাত্রছাত্রীকে আটকে রেখে ১ লাখ টাকা দাবি, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৫

প্রতিনিধি, বীরগঞ্জ (দিনাজপুর)
বীরগঞ্জে ছাত্রছাত্রীকে আটকে রেখে ১ লাখ টাকা দাবি, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৫

দিনাজপুরের বীরগঞ্জে দুই ছাত্রছাত্রীকে আটকে রেখে ১ লাখ টাকা দাবি করায় ইউপি সদস্যসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার তাঁদের আদালতে পাঠানো হয়। 

জানা যায়, গতকাল সোমবার বিকেলে উপজেলার কল্যাণী গ্রামের দারিয়াপুর আলিম মাদ্রাসার ১০ম শ্রেণির দুই ছাত্রছাত্রী মোটরসাইকেল নিয়ে ভোগডোমা শালবন জাতীয় উদ্যানে ঘুরতে যায়। এ সময় রাজিবপুর গ্রামের সেকেন্দারের ছেলে রাকিব হাসান, পশ্চিম ভোগডোমা গ্রামের হেলালের ছেলে রাকিউল, নিজপাড়া গ্রামের সোনা মিয়ার ছেলে রাসেলসহ মোট ৫ জন তাঁদের আটকে রেখে মোটরসাইকেল, মোবাইল ও টাকা ছিনিয়ে নেয়। একই সাথে তাঁদের পাল্টাপুর ইউনিয়নের ইউপি সদস্য কানচু মেম্বারের বাড়িতে নিয়ে আটক রাখে। পরে ওই দুই ছাত্রছাত্রীকে ছাড়ার জন্য ১ লাখ টাকা দাবি করা হয়।

এ ঘটনায় পুলিশ কানচু মেম্বারের বাড়িতে অভিযান চালিয়ে ওই ছাত্রছাত্রী, মোটরসাইকেল ও মোবাইল উদ্ধার করে। পরে ওই ছাত্রের দুলাভাই বাদী হয়ে আজ বীরগঞ্জ থানায় চাঁদাবাজির মামলা দায়ের করে। মামলা নম্বর- ০৩।

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল মতিন ঘটনা ও মামলার কথা নিশ্চিত করে বলেন, মামলার ভিত্তিতে ওই ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁদের আদালতে পাঠানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত