ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে প্রায় দুই হাজার ইয়াবা ও নগদ তিন লাখ টাকাসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
অভিযুক্ত সামিউল ইসলাম উপজেলার পাথরডুবী ইউনিয়নের বাঁশজানি গ্রামের বাসিন্দা। কুড়িগ্রাম ব্যাটালিয়ন ২২ বিজিবির দিয়াডাংগা ক্যাম্পের টহল দল গতকাল রোববার রাতে তাঁকে আটক করে।
বিজিবি জানায়, সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে মাদকদ্রব্য পাচার হবে—এমন তথ্য পেয়ে বাহিনীর একটি টহল দল রাত ৮টার দিকে মইদাম (ময়দান) এলাকায় অবস্থান নেয়। এ সময় এক ব্যক্তিকে মোটরসাইকেলে করে সীমান্তবর্তী বাঁশজানি থেকে মইদাম কলেজের দিকে আসতে দেখা যায়। টহল দল তাঁকে থামতে বললে তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে তাঁকে আটক করে তল্লাশি চালিয়ে ১ হাজার ৯২৫টি ভারতীয় ইয়াবা, ৩ লাখ টাকা, মাদক চোরাচালানে ব্যবহৃত মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। মামলা দিয়ে তাঁকে ভূরুঙ্গামারী থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান।
বিষয়টি নিশ্চিত করে কুড়িগ্রাম ব্যাটালিয়ন ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন, মাদক পাচার বন্ধে সীমান্তে বিজিবির অভিযান চলমান রয়েছে, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে প্রায় দুই হাজার ইয়াবা ও নগদ তিন লাখ টাকাসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
অভিযুক্ত সামিউল ইসলাম উপজেলার পাথরডুবী ইউনিয়নের বাঁশজানি গ্রামের বাসিন্দা। কুড়িগ্রাম ব্যাটালিয়ন ২২ বিজিবির দিয়াডাংগা ক্যাম্পের টহল দল গতকাল রোববার রাতে তাঁকে আটক করে।
বিজিবি জানায়, সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে মাদকদ্রব্য পাচার হবে—এমন তথ্য পেয়ে বাহিনীর একটি টহল দল রাত ৮টার দিকে মইদাম (ময়দান) এলাকায় অবস্থান নেয়। এ সময় এক ব্যক্তিকে মোটরসাইকেলে করে সীমান্তবর্তী বাঁশজানি থেকে মইদাম কলেজের দিকে আসতে দেখা যায়। টহল দল তাঁকে থামতে বললে তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে তাঁকে আটক করে তল্লাশি চালিয়ে ১ হাজার ৯২৫টি ভারতীয় ইয়াবা, ৩ লাখ টাকা, মাদক চোরাচালানে ব্যবহৃত মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। মামলা দিয়ে তাঁকে ভূরুঙ্গামারী থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান।
বিষয়টি নিশ্চিত করে কুড়িগ্রাম ব্যাটালিয়ন ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন, মাদক পাচার বন্ধে সীমান্তে বিজিবির অভিযান চলমান রয়েছে, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের দুই এলাকার অগ্নিকাণ্ডে সাড়ে ৫ একর বনভূমি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ধানসাগর স্টেশনের কলমতেজী টহল ফাঁড়ির টেপার বিল এলাকার দেড় একর এবং ধানসাগর টহল ফাঁড়ির তেইশের ছিলা শাপলার বিল এলাকার ৪ দশমিক শূন্য ৫ একর বনভূমি রয়েছে।
৮ মিনিট আগেচব্বিশের জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বাধীন দেশ উপযোগী রাষ্ট্রীয় কাঠামো ও শাসনব্যবস্থা গড়ে তোলার সুযোগ তৈরি হয়েছে বলে মনে করে যুব বাঙালি। এ ছাড়া একাত্তরের সশস্ত্র মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশে চলমান ঔপনিবেশিক রাষ্ট্রকাঠামো ও শাসনব্যবস্থা বহাল রাখার সমালোচনা করে সংগঠনটি
৩২ মিনিট আগেএতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের ঈদকে আনন্দময় করতে ঈদ উপহার বিতরণ করেছে পরিবেশ নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন ভলান্টিয়ার ফর এনভায়রনমেন্ট (ভিএফই)। আজ বুধবার রাজধানীর ধানমন্ডির সুরভি স্কুলের সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের মধ্যে এসব উপহার বিতরণ করা হয়।
৩৫ মিনিট আগে‘মদের বোতল’ নিয়ে আড্ডার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঝিনাইদহ জেলার সদস্যসচিব সাইদুর রহমান ও মুখপাত্র এলমা খাতুনের সদস্যপদ স্থগিত করা হয়েছে। আজ বুধবার সংগঠনের জেলা আহ্বায়ক আবু হুরাইরা স্বাক্ষরিত চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
৩৮ মিনিট আগে