Ajker Patrika

ভূরুঙ্গামারী সীমান্তে ইয়াবা-টাকাসহ আটক ১

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি 
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিজিবির অভিযানে আটক ব্যক্তি। ছবি: আজকের পত্রিকা
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিজিবির অভিযানে আটক ব্যক্তি। ছবি: আজকের পত্রিকা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে প্রায় দুই হাজার ইয়াবা ও নগদ তিন লাখ টাকাসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

অভিযুক্ত সামিউল ইসলাম উপজেলার পাথরডুবী ইউনিয়নের বাঁশজানি গ্রামের বাসিন্দা। কুড়িগ্রাম ব্যাটালিয়ন ২২ বিজিবির দিয়াডাংগা ক্যাম্পের টহল দল গতকাল রোববার রাতে তাঁকে আটক করে।

বিজিবি জানায়, সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে মাদকদ্রব্য পাচার হবে—এমন তথ্য পেয়ে বাহিনীর একটি টহল দল রাত ৮টার দিকে মইদাম (ময়দান) এলাকায় অবস্থান নেয়। এ সময় এক ব্যক্তিকে মোটরসাইকেলে করে সীমান্তবর্তী বাঁশজানি থেকে মইদাম কলেজের দিকে আসতে দেখা যায়। টহল দল তাঁকে থামতে বললে তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে তাঁকে আটক করে তল্লাশি চালিয়ে ১ হাজার ৯২৫টি ভারতীয় ইয়াবা, ৩ লাখ টাকা, মাদক চোরাচালানে ব্যবহৃত মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। মামলা দিয়ে তাঁকে ভূরুঙ্গামারী থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান।

বিষয়টি নিশ্চিত করে কুড়িগ্রাম ব্যাটালিয়ন ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন, মাদক পাচার বন্ধে সীমান্তে বিজিবির অভিযান চলমান রয়েছে, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতীয় গোয়েন্দা সংস্থা র-এর ওপর নিষেধাজ্ঞার সুপারিশ মার্কিন ফেডারেল সংস্থার

চীনের আগে ভারত সফরে যেতে চেয়েছিলেন ড. ইউনূস: দ্য হিন্দুকে প্রেস সচিব

ভারত নিয়ে পশ্চিমবঙ্গে রিকশাচালকের সঙ্গে তর্ক, বাংলাদেশিকে ফেরত

ভারতকে ভয়ংকর মাদক ফেন্টানিলের কাঁচামাল সরবরাহকারী বলল তুলসী গ্যাবার্ডের দপ্তর

বাংলাদেশকে ‘ধন্যবাদ’ দিয়ে রাফিনহাকে বিনয়ী হতে বললেন এনজো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত