দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি রজব গ্রেপ্তার

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ২২: ৪০
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০০: ১৮

দিনাজপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থী রবিউল ইসলাম রাহুল হত্যা মামলার আসামি ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি আবু ইবনে রজবকে গ্রেপ্তার করেছে র‌্যাব। 

আজ সোমবার বিকেলে জেলার বীরগঞ্জ উপজেলার সুজালপুর এলাকার একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর র‌্যাব-১৩ সিপিসি ১ কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মেহেদী হাসান। 

আবু ইবনে রজব দিনাজপুর শহরের বাহাদুর বাজার এলাকার নুরুল ইসলামের ছেলে। গত ৫ আগস্ট সরকার পতনের থেকে তিনি আত্মগোপনে ছিলেন। 

র‌্যাব জানায়, বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থী নিহতের ঘটনায় গত ১৯ আগস্ট দিনাজপুর কোতয়ালি থানায় জাতীয় সংসদের সাবেক হুইপ ইকবালুর রহিম ও তাঁর ভাই আপিল বিভাগের সাবেক বিচারপতি এম ইনায়েতুর রহিমসহ ২০ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করা হয়। আবু ইবনে রজব সেই মামলার এজাহারভুক্ত আসামি। 

র‌্যাব-১৩ সিপিসি ১ কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার মেহেদী হাসান জানান, গ্রেপ্তারকৃত আসামি আবু ইবনে রজব ৫ আগস্টের পরে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দিনাজপুরের বীরগঞ্জ শহরের সুজালপুর এলাকায় এক আত্মীয়ের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি দিনাজপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত শিক্ষার্থী রবিউল ইসলাম রাহুল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত