Ajker Patrika

অবৈধভাবে ভারতে গিয়ে বাংলাদেশে ফেরা ১২ যুবক আটক

কুড়িগ্রাম প্রতিনিধি
আপডেট : ০২ অক্টোবর ২০২৪, ১৪: ৩৪
অবৈধভাবে ভারতে গিয়ে বাংলাদেশে ফেরা ১২ যুবক আটক

কুড়িগ্রামের রৌমারী উপজেলার শৌলমারী সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে ঢোকার কারণে ১২ যুবককে আটক করেছে বিজিবি। আজ বুধবার ভোরে উপজেলার চরবোয়ালমারী সীমান্ত এলাকা থেকে তাঁদের আটক করা হয়।

জামালপুর ৪৫ বিজিবি গয়াটাপাড়া ক্যাম্পের নায়েব সুবেদার মো. ইসমাইল হোসেন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আটক যুবকেরা বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। আজ বুধবার ভোরে সীমান্তপথে অবৈধভাবে বাংলাদেশে ফিরে আসার সময় তাঁদের আটক করা হয়। অনুপ্রবেশের দায়ে মামলা দিয়ে তাঁদের থানায় হস্তান্তর করা হবে।

আটক যুবকেরা হলেন কুড়িগ্রামের রৌমারী উপজেলার আশরাফুল আলম (২৬), ময়মনসিংহের তোফাজ্জল হোসেন (২৯), শফিকুল ইসলাম (২৫), ওবায়দী হাসান (২২), নবী হোসেন (২৬), ফোরকান আলী (৩১), ওয়ালিউল্লাহ (২৫), হযরত আলী (৩৬), নারায়ণগঞ্জের আরিফ হোসাইন (৩৬), জামালপুরের মানিক মিয়া (২৯), নরসিংদীর মিজানুর রহমান (২৩) ও গাইবান্ধার মনির হোসেন (৩৮)।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত