বীরগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
আপডেট : ২৪ আগস্ট ২০২৪, ২৩: ০০
Thumbnail image

দিনাজপুরের বীরগঞ্জে পুকুরের পানিতে ডুবে ১৫ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলার শতগ্রাম ইউনিয়নের দেবারুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

মৃত শিশুর নাম ভানু রানী রায়। সে উপজেলার শতগ্রাম ইউনিয়নের ঝাড়বাড়ী দেবদারুপাড়া এলাকার ধর্ম নারায়ণ রায়ের মেয়ে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে বসতবাড়িসংলগ্ন পুকুরে ডুবন্ত অবস্থায় শিশুটির মৃতদেহ করা হয়। 

শতগ্রাম ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ওমর আলী জানান, দেবারুপাড়া গ্রামে বাবা ধর্ম নারায়ণ ঘুমিয়ে ছিলেন এবং মা অঞ্জিলি রানী রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এ সময় শিশুটি উঠানে ছিল। হঠাৎ বাড়ির পাশের পুকুরে তাকে ডুবন্ত অবস্থায় দেখা যায়।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, পরিবারের সদস্যদের অভিযোগ না থাকায় লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত