বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে চাঁদাবাজির অভিযোগে ওমর ফারুক পান্না নামের এক যুবদল নেতাকে বহিষ্কার করার ঘোষণা দিয়েছে উপজেলা বিএনপি। গতকাল রোববার রাত সাড়ে ৯টায় উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মকবুল হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এই বিষয়ে জানা গেছে।
বহিষ্কার ঘোষণা হওয়া উপজেলা যুবদলের নেতা ওমর ফারুক পান্নার দাবি, নিয়ম বহির্ভূতভাবে তাঁকে বহিষ্কার ঘোষণা করেছে উপজেলা বিএনপি। তাঁকে বহিষ্কারের এখতেয়ার উপজেলা বিএনপির নেই। ঠাকুরগাঁও জেলা যুবদল চাইলে তাঁকে বহিষ্কার করার ক্ষমতা রাখে।
বহিষ্কারের ঘোষণা হওয়া ওমর ফারুক পান্না বালিয়াডাঙ্গী উপজেলা জাতীয়তাবাদী যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্বে ছিলেন। সম্প্রতি সরকার পতনের পর গত ০৬ আগস্ট পাড়িয়া বাজারে একটি দোকানে চাঁদাবাজি করতে গিয়ে স্থানীয়রা তাঁকে আটক করে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। এই ঘটনার ভিডিও ফুটেজ যাচাই-বাছাই করে দলীয় ভাবমূর্তি নষ্ট এবং শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় উপজেলা বিএনপি।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পাড়িয়া বাজারে ওমর ফারুক পান্নার সঙ্গে ছাত্রলীগ এবং ছাত্রদলের নেতাও চাঁদাবাজির সঙ্গে জড়িত বলে ভিডিও ফুটেজে প্রমাণ মিলেছে। পরবর্তীতে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
জানতে চাইলে মোবাইল ফোনে ওমর ফারুক পান্না বলেন, ‘ব্যক্তিগত আক্রোশ ও দলীয় গ্রুপিং কারণে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। তা ছাড়া ঠাকুরগাঁও জেলা যুবদল ছাড়া তাঁকে কেউ বহিষ্কার করতে পারেন না। এটা উপজেলা বিএনপি যা করেছে, নিয়ম বহির্ভূতভাবে করেছে।’
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক টি এম মাহাবুবর রহমান বলেন, ‘দলের কেউ যদি সহিংসতা, ভাঙচুর, চাঁদাবাজির সঙ্গে সম্পৃক্ত হয়, তাঁর প্রমাণ পেলে আমরা সাংগঠনিক ব্যবস্থা নেওয়া নেব। ইতিমধ্যেই পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে।’
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে চাঁদাবাজির অভিযোগে ওমর ফারুক পান্না নামের এক যুবদল নেতাকে বহিষ্কার করার ঘোষণা দিয়েছে উপজেলা বিএনপি। গতকাল রোববার রাত সাড়ে ৯টায় উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মকবুল হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এই বিষয়ে জানা গেছে।
বহিষ্কার ঘোষণা হওয়া উপজেলা যুবদলের নেতা ওমর ফারুক পান্নার দাবি, নিয়ম বহির্ভূতভাবে তাঁকে বহিষ্কার ঘোষণা করেছে উপজেলা বিএনপি। তাঁকে বহিষ্কারের এখতেয়ার উপজেলা বিএনপির নেই। ঠাকুরগাঁও জেলা যুবদল চাইলে তাঁকে বহিষ্কার করার ক্ষমতা রাখে।
বহিষ্কারের ঘোষণা হওয়া ওমর ফারুক পান্না বালিয়াডাঙ্গী উপজেলা জাতীয়তাবাদী যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্বে ছিলেন। সম্প্রতি সরকার পতনের পর গত ০৬ আগস্ট পাড়িয়া বাজারে একটি দোকানে চাঁদাবাজি করতে গিয়ে স্থানীয়রা তাঁকে আটক করে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। এই ঘটনার ভিডিও ফুটেজ যাচাই-বাছাই করে দলীয় ভাবমূর্তি নষ্ট এবং শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় উপজেলা বিএনপি।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পাড়িয়া বাজারে ওমর ফারুক পান্নার সঙ্গে ছাত্রলীগ এবং ছাত্রদলের নেতাও চাঁদাবাজির সঙ্গে জড়িত বলে ভিডিও ফুটেজে প্রমাণ মিলেছে। পরবর্তীতে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
জানতে চাইলে মোবাইল ফোনে ওমর ফারুক পান্না বলেন, ‘ব্যক্তিগত আক্রোশ ও দলীয় গ্রুপিং কারণে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। তা ছাড়া ঠাকুরগাঁও জেলা যুবদল ছাড়া তাঁকে কেউ বহিষ্কার করতে পারেন না। এটা উপজেলা বিএনপি যা করেছে, নিয়ম বহির্ভূতভাবে করেছে।’
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক টি এম মাহাবুবর রহমান বলেন, ‘দলের কেউ যদি সহিংসতা, ভাঙচুর, চাঁদাবাজির সঙ্গে সম্পৃক্ত হয়, তাঁর প্রমাণ পেলে আমরা সাংগঠনিক ব্যবস্থা নেওয়া নেব। ইতিমধ্যেই পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে।’
রাজশাহীতে দুই পক্ষের মীমাংসার সময় বিএনপির এক নেতাকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে নগরের ভদ্রা এলাকায় রাজশাহী মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান মন্টুর ওপর এ হামলা হয়। তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
৯ মিনিট আগেচাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পূর্ব এলাকার সাহেলা বেগম নিজের ও তাঁর সন্তানের চিকিৎসার জন্য এসেছিলেন স্বাস্থ্য কমপ্লেক্সে। কিন্তু সংশ্লিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় ফেরত যেতে বাধ্য হন তিনি। অন্যদিকে চরমথুরার শ্বাসকষ্টের রোগী আবুল কালাম সকাল ১০টায় এসে লাইনে দাঁড়িয়ে দুপুর ১২টার সময়ও চিকিৎসক দেখাতে
২৩ মিনিট আগেবৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতার বিপক্ষে অবস্থান নেওয়াসহ বিভিন্ন অভিযোগে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) দৈনিক মজুরিভিত্তিক ১৫৯ কর্মচারীকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ ছাড়া একই কারণে সিটি করপোরেশনের স্থায়ী দুই কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
২৯ মিনিট আগেরাজধানী ঢাকার যানজট কমাতে নেওয়া ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের কাজ আবার শুরু হচ্ছে। সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) এই প্রকল্পের ঠিকাদারদের মধ্যে শেয়ার হস্তান্তর নিয়ে জটিলতা অবসানের পর শুরু হচ্ছে নতুন ধাপ, এতে গুরুত্ব দেওয়া হবে পান্থকুঞ্জ থেকে বুয়েট পর্যন্ত অংশ।
২ ঘণ্টা আগে