Ajker Patrika

প্রতিভা অন্বেষণ: ছিন্নমূল কর্মজীবীদের সংগীত প্রতিযোগিতা

ডোমার (নীলফামারী) প্রতিনিধি
প্রতিভা অন্বেষণ: ছিন্নমূল কর্মজীবীদের সংগীত প্রতিযোগিতা

নীলফামারীর ডোমারে রিকশা-ভ্যানচালক, শ্রমিক, তাঁতিসহ ছিন্নমূল কর্মজীবীদের প্রতিভা অন্বেষণ শুরু হয়েছে। দুই দিনব্যাপী এই কার্যক্রম আজ বৃহস্পতিবার দুপুরে শুরু হয়েছে।

শিল্পকলা একাডেমিতে প্রতিভা অন্বেষণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল আলম। প্রতিযোগিতার আয়োজক উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ। উপজেলা পরিষদ চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, প্যানেল মেয়র সেলিম রেজা, বীর মুক্তিযোদ্ধা সহিদার রহমান মানিক, গোলাম মোস্তফা প্রমুখ।

আয়োজক কমিটির সদস্য রওশন রশিদ বলেন, প্রতিযোগিতায় অংশ নিতে ২০৬ প্রতিযোগী রেজিস্ট্রেশন করেছেন। দুই দিন প্রাথমিক বাছাই চলবে। তারপর ১০ দিন ধরে তাঁদের প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে প্রতিযোগিতার মূল পর্ব শুরু হবে। প্রাথমিক পর্যায়ে বিচারক থাকবেন স্থানীয় শিল্পীরা। পরে মূল পর্বে প্রতিষ্ঠিত শিল্পীরা বিচারক হিসেবে থাকবেন।

রওশন রশিদ আরও বলেন, প্রতিযোগিতায় প্রথম পুরস্কার বিজয়ী পাবেন ৫০ হাজার এবং দ্বিতীয় পুরস্কার বিজয়ী পাবেন ২৫ হাজার টাকা। এ ছাড়া আরও ১০ জনকে বিশেষ পুরস্কার দেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত