Ajker Patrika

কুড়িগ্রামে বিদ্যুতায়িত হয়ে স্কুলছাত্রের মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি
আপডেট : ২৬ এপ্রিল ২০২২, ২১: ২৩
কুড়িগ্রামে বিদ্যুতায়িত হয়ে স্কুলছাত্রের মৃত্যু

কুড়িগ্রাম পৌর এলাকায় গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে প্রশান্ত কুমার (১২) নামে চতুর্থ শ্রেণির এক ছাত্র মারা গেছে। আজ মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। প্রশান্ত পৌর এলাকার গোরস্থান পাড়ার পরশ কুমারের ছেলে এবং ১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।

এলাকাবাসী জানান, মঙ্গলবার দুপুরে প্রশান্ত বিদ্যুতের মেইন লাইনের পাশে গাছে উঠে ডাল কাটছিল। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের মেইন তারের সঙ্গে গাছের ডাল লেগে সে বিদ্যুতায়িত হয়ে গাছ থেকে মাটিতে ছিটকে পড়ে। পরে এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে। এরপর কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ব্যক্তির বাবা পরশ কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘ছেলেসহ সকালে একসঙ্গে খাওয়া-দাওয়া করেছি। আমার কপালে বুঝি এটাই লেখা ছিল। কীভাবে যে আমার ছেলে বিদ্যুতায়িত হয়ে মারা গেল আমার বুঝে আসছে না!’

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মো. শাহরিয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনা সম্পর্কে জেনেছি, পৌর এলাকার গোরস্থান পাড়ায় গাছের ডাল কাটতে গিয়ে এ ঘটনা ঘটে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের ভিসা নীতি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলছে: বলছেন কূটনীতিকেরা

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল ও এনসিপি

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

ফেরত পাঠাতে ৫০০ বাংলাদেশিকে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র

নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীরের মিছিল, পুলিশের টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত