Ajker Patrika

ধরলা নদীতে অজ্ঞাত কিশোরের মরদেহ উদ্ধার 

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
ধরলা নদীতে অজ্ঞাত কিশোরের মরদেহ উদ্ধার 

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদী থেকে অজ্ঞাতনামা এক কিশোরের (১৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে স্থানীয়রা লাশটি উদ্ধার করে। 

স্থানীয় সূত্র জানায়, আজ শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে ধরলা নদীতে পলিথিনে মোড়া একটি পোঁটলা ভেসে যেতে দেখে। পরে স্থানীয় লোকজন পোঁটলাটি সেতুর পশ্চিম প্রান্তের প্রোটেকশন বাঁধের ওপর ওঠায়। পোঁটলার বাঁধন খুললে ভেতরে এক কিশোরের রক্তাক্ত মরদেহ দেখতে পায় তারা। এ সময় উদ্ধার হওয়া মরদেহ দেখতে শত শত উৎসুক জনতার ভিড় জমলেও কেউই লাশের পরিচয় শনাক্ত করতে পারেনি। 

প্রত্যক্ষদর্শী একরামুল হক, নুরনবী মিয়া জানান, অনেকক্ষণ আগে মরদেহটি উদ্ধার হলেও এখন পর্যন্ত লাশ নিতে পুলিশ প্রশাসন ঘটনাস্থলে আসেনি। তা ছাড়া লাশের পরিচয়ও কেউ শনাক্ত করতে পারেনি। এ অবস্থায় অজ্ঞাত লাশটি সেতুর প্রোটেকশন বাঁধের ওপর পড়ে আছে। 

এ প্রসঙ্গে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নওয়াবুর রহমান বলেন, ‘এ রকম একটা খবর শুনেছি। কিন্তু কীভাবে লোক পাঠাব, আমরাই তো নিরাপদ না। তাই এ বিষয়ে কোনো মন্তব্য করব না।’ 
 
রাত ৮টা পর্যন্ত ওই কিশোরের মরদেহ বাঁধের ওপরই পড়ে থাকতে দেখা যায়। তবে স্থানীয়রা জানান, সেনাবাহিনীকে খবর দেওয়া হয়েছে। তারা এসে লাশ মর্গে পাঠানোর ব্যবস্থা করবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত