ঠাকুরগাঁও প্রতিনিধি
মাদক মামলায় পুলিশের বরখাস্ত সাবেক উপপরিদর্শক (এসআই) হেলাল উদ্দীন প্রামাণিক (৪২) ও তাঁর সহযোগী মানিক দাসকে (৩৫) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আদালত তাঁদের ১২ লাখ টাকা করে জরিমানার আদেশ দেন।
আজ বুধবার দুপুরে ঠাকুরগাঁও জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মামুনুর রশিদ আসামি হেলাল উদ্দীন প্রামাণিকের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। তবে দণ্ডপ্রাপ্ত অপর আসামি মানিক দাস আদালতে উপস্থিত ছিলেন না।
আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট শেখর কুমার রায় এই তথ্য নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ২৩ জুন ঠাকুরগাঁও ডিবি পুলিশের একটি দল পীরগঞ্জ থানায় পরিত্যক্ত কোয়ার্টারে অভিযান চালিয়ে ৮ হাজার ইয়াবা, দুই কেজি গাঁজাসহ হেলাল ও তাঁর সহযোগী মানিককে আটক করে। এ ঘটনায় ওই দিনই ডিবি পুলিশের এসআই রূপ কুমার সরকার বাদী হয়ে তিনজনের নাম উল্লেখসহ পীরগঞ্জ থানায় মাদক আইনে মামলা করেন। তখন তাঁকে সাময়িক বরখাস্ত করে গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠায় পুলিশ।
দীর্ঘ তদন্ত ও বিচারপ্রক্রিয়া শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় মামলার দুই আসামি পীরগঞ্জ থানার তৎকালীন এসআই নওগাঁর দরিয়াপুর গ্রামের বাসিন্দা মো. হেলাল উদ্দীন প্রামাণিক এবং ঠাকুরগাঁও সদরের রুহিয়া থানার মণ্ডলাদাম গ্রামের মানিক দাসকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১২ লাখ টাকা করে জরিমানার আদেশ দেন আদালত।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর আসামি মাসুদ রানাকে (২৮) মামলা থেকে অব্যাহতির আদেশ দেওয়া হয়।
মাদক মামলায় পুলিশের বরখাস্ত সাবেক উপপরিদর্শক (এসআই) হেলাল উদ্দীন প্রামাণিক (৪২) ও তাঁর সহযোগী মানিক দাসকে (৩৫) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আদালত তাঁদের ১২ লাখ টাকা করে জরিমানার আদেশ দেন।
আজ বুধবার দুপুরে ঠাকুরগাঁও জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মামুনুর রশিদ আসামি হেলাল উদ্দীন প্রামাণিকের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। তবে দণ্ডপ্রাপ্ত অপর আসামি মানিক দাস আদালতে উপস্থিত ছিলেন না।
আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট শেখর কুমার রায় এই তথ্য নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ২৩ জুন ঠাকুরগাঁও ডিবি পুলিশের একটি দল পীরগঞ্জ থানায় পরিত্যক্ত কোয়ার্টারে অভিযান চালিয়ে ৮ হাজার ইয়াবা, দুই কেজি গাঁজাসহ হেলাল ও তাঁর সহযোগী মানিককে আটক করে। এ ঘটনায় ওই দিনই ডিবি পুলিশের এসআই রূপ কুমার সরকার বাদী হয়ে তিনজনের নাম উল্লেখসহ পীরগঞ্জ থানায় মাদক আইনে মামলা করেন। তখন তাঁকে সাময়িক বরখাস্ত করে গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠায় পুলিশ।
দীর্ঘ তদন্ত ও বিচারপ্রক্রিয়া শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় মামলার দুই আসামি পীরগঞ্জ থানার তৎকালীন এসআই নওগাঁর দরিয়াপুর গ্রামের বাসিন্দা মো. হেলাল উদ্দীন প্রামাণিক এবং ঠাকুরগাঁও সদরের রুহিয়া থানার মণ্ডলাদাম গ্রামের মানিক দাসকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১২ লাখ টাকা করে জরিমানার আদেশ দেন আদালত।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর আসামি মাসুদ রানাকে (২৮) মামলা থেকে অব্যাহতির আদেশ দেওয়া হয়।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের আবাসন সমস্যা সমাধানে আবাসিক ভাতা প্রদানের বিষয়ে পরবর্তী বাজেটে অন্তর্ভুক্তির জন্য বিস্তারিত প্রস্তাবনা প্রস্তুত করার নিমিত্তে একটি কমিটি গঠন করেছে প্রশাসন। আগামী বাজেটে বিষয়টি অন্তর্ভুক্তির লক্ষ্যে কমিটি সার্বিক পরিকল্পনা প্রণয়ন করবে। আজ রোববার উপাচার্যের
৮ মিনিট আগেছাত্র আন্দোলনে হামলার অভিযোগে রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন অমিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার নগরীর চন্দ্রিমা থানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগেযশোরের মনিরামপুরে জামায়াত নেতার আলমসাধু ভর্তি মাছ লুট করে বিক্রির অভিযোগ উঠেছে বিএনপির কর্মীদের বিরুদ্ধে। ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্যের ঘেরের মাছ মনে করে লুট করা হয় বলে জানা গেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
১ ঘণ্টা আগেচট্টগ্রামের চন্দনাইশের সাবেক উপজেলা চেয়ারম্যান জসীম উদ্দিন আহমেদের বিরুদ্ধে কক্সবাজারে বিক্ষোভ মিছিল হয়েছে। মিছিলকারীরা জসীমের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখল ও প্রভাব বিস্তারের অভিযোগে তাঁর বিচার দাবি করেছেন।
১ ঘণ্টা আগে