লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় এক স্কুলছাত্রের বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার ভাদাই ইউনিয়নের বড়াবাড়ি রুহানীনগরে একটি খাল থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় একজনকে আটকের পর তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে লাশটি উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
নিহত স্কুলছাত্রের নাম ফরহাদ আলী (১৬)। সে ভাদাই ইউনিয়নের শীববাড়ি এলাকার গরুর ব্যবসায়ী শাহাজান আলীর ছেলে এবং সারপুকুর উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। আটক মধু চন্দ্র ভাদাই ইউনিয়নের বড়াবাড়ি রুহানীনগর এলাকার মৃত সুবাশ চন্দ্রের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, মধু চন্দ্র শিশুকালে তাঁর বাবাকে হারায় এবং মায়ের অন্যত্র বিয়ে হয়। চাচার বাড়িতে বড় হয় তিনি। কিশোর বয়স থেকে নারায়ণগঞ্জের এক কারখানায় কাজ করেন। মাঝেমধ্যে বাড়ি আসতেন। তিনি এলাকায় চুরি করে ফের নারায়ণগঞ্জে চলে যেতেন বলে স্থানীয়দের অভিযোগ। কয়েক মাস আগে বাড়ি ফিরে একটি মোটরসাইকেল কিনেন ব্যবহার করেন মধু চন্দ্র।
সেই মোটরসাইকেলটি বিক্রি করেন পাশের গ্রাম শীববাড়ির শাহাজান আলীর ছেলে ফরহাদের কাছে। সেই মোটরসাইকেলের টাকা লেনদেন নিয়ে মনোমালিন্য হয় তাদের। গত মঙ্গলবার সন্ধ্যায় মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হলে আর ফেরেনি স্কুলছাত্র ফরহাদ আলী। ছেলের সন্ধান না পেয়ে আদিতমারী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন ফরহাদের বাবা।
সেই জিডির সূত্র ধরে ফরহাদের ব্যবহৃত মোবাইল ফোনটি মধুর কাছ থেকে উদ্ধার করা হয়। আজ বৃহস্পতিবার দুপুরে মধুর দেওয়া তথ্যমতে নিজ বাড়ি থেকে অস্ত্র ও পাশের খাল থেকে ফরহাদের বস্তাবন্দী মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ফরহাদকে হত্যার অভিযোগে মধু চন্দ্রকে আটক করে পুলিশ।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘নিখোঁজের জিডির অনুসন্ধানে প্রথমে নিখোঁজের ব্যবহৃত মোবাইল উদ্ধার করি। পরে আটক মধুর দেওয়া তথ্যমতে ফরহাদের বস্তাবন্দী মরদেহ তার বাড়ির পাশে খাল থেকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’
ওসি আরও বলেন, ফরহাদকে বাড়ি থেকে ডেকে এনে দা দিয়ে কুপিয়ে হত্যা করে তার মরদেহ খালে ফেলে দেওয়ার কথা স্বীকার করেছে আটক মধু চন্দ্র। তবে মোটরসাইকেলটি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হবে।
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় এক স্কুলছাত্রের বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার ভাদাই ইউনিয়নের বড়াবাড়ি রুহানীনগরে একটি খাল থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় একজনকে আটকের পর তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে লাশটি উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
নিহত স্কুলছাত্রের নাম ফরহাদ আলী (১৬)। সে ভাদাই ইউনিয়নের শীববাড়ি এলাকার গরুর ব্যবসায়ী শাহাজান আলীর ছেলে এবং সারপুকুর উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। আটক মধু চন্দ্র ভাদাই ইউনিয়নের বড়াবাড়ি রুহানীনগর এলাকার মৃত সুবাশ চন্দ্রের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, মধু চন্দ্র শিশুকালে তাঁর বাবাকে হারায় এবং মায়ের অন্যত্র বিয়ে হয়। চাচার বাড়িতে বড় হয় তিনি। কিশোর বয়স থেকে নারায়ণগঞ্জের এক কারখানায় কাজ করেন। মাঝেমধ্যে বাড়ি আসতেন। তিনি এলাকায় চুরি করে ফের নারায়ণগঞ্জে চলে যেতেন বলে স্থানীয়দের অভিযোগ। কয়েক মাস আগে বাড়ি ফিরে একটি মোটরসাইকেল কিনেন ব্যবহার করেন মধু চন্দ্র।
সেই মোটরসাইকেলটি বিক্রি করেন পাশের গ্রাম শীববাড়ির শাহাজান আলীর ছেলে ফরহাদের কাছে। সেই মোটরসাইকেলের টাকা লেনদেন নিয়ে মনোমালিন্য হয় তাদের। গত মঙ্গলবার সন্ধ্যায় মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হলে আর ফেরেনি স্কুলছাত্র ফরহাদ আলী। ছেলের সন্ধান না পেয়ে আদিতমারী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন ফরহাদের বাবা।
সেই জিডির সূত্র ধরে ফরহাদের ব্যবহৃত মোবাইল ফোনটি মধুর কাছ থেকে উদ্ধার করা হয়। আজ বৃহস্পতিবার দুপুরে মধুর দেওয়া তথ্যমতে নিজ বাড়ি থেকে অস্ত্র ও পাশের খাল থেকে ফরহাদের বস্তাবন্দী মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ফরহাদকে হত্যার অভিযোগে মধু চন্দ্রকে আটক করে পুলিশ।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘নিখোঁজের জিডির অনুসন্ধানে প্রথমে নিখোঁজের ব্যবহৃত মোবাইল উদ্ধার করি। পরে আটক মধুর দেওয়া তথ্যমতে ফরহাদের বস্তাবন্দী মরদেহ তার বাড়ির পাশে খাল থেকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’
ওসি আরও বলেন, ফরহাদকে বাড়ি থেকে ডেকে এনে দা দিয়ে কুপিয়ে হত্যা করে তার মরদেহ খালে ফেলে দেওয়ার কথা স্বীকার করেছে আটক মধু চন্দ্র। তবে মোটরসাইকেলটি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হবে।
বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, বিদ্যুতের সমস্যা সমাধানের জন্য নবায়নযোগ্য জ্বালানি একটা জোরের জায়গা। আমরা আগামী সপ্তাহে ৩০ থেকে ৪০টি প্রকল্পের জন্য টেন্ডার আহ্বান করবো। আমাদের বিদ্যুতের যে সমস্যা এটি বিদ্যুতের সমস্যা না...
১৩ মিনিট আগেক্ষুব্ধ শিক্ষার্থীদের দাবি, চট্টগ্রাম পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে বহিরাগত ছাত্রদলের হামলায় তাঁদের অন্তত আটজন আহত হয়েছেন। আহত সবাই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্ত করে শাস্তি নিশ্চিত করার দাবি জানান তাঁরা।
১৮ মিনিট আগেবরগুনার আমতলীতে এক দিনে কুকুরের কামড়ে নারী-শিশুসহ ২৭ জন আহত হয়েছেন। আহতদের স্বজনেরা উদ্ধার করে আমতলী উপজেলা হাসপাতালে ভর্তি করেছেন। তাঁদের মধ্যে গুরুতর আহত ১০ জনকে পটুয়াখালী ও বরগুনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শুক্রবার এ ঘটনা ঘটে।
২৫ মিনিট আগেগত ৫ আগস্ট ছাত্র আন্দোলনে গুলিতে নিজের স্বামীকে ‘নিহত’ দেখিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৩০ জনের বিরুদ্ধে মামলা করা সেই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার তাঁকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় এ ঘটনায় জড়িত শফিকুল ইসলাম নামে এক ব্যক্তিকেও...
৩৯ মিনিট আগে