ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ে আবাসিক হোটেল থেকে গলায় ফাঁস লাগানো শাহিন আলম (৩০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় ‘রাধা ঊষা’ নামের একটি হোটেলের ৫১৫ নম্বর কক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
মৃত শাহিন সদর উপজেলার বগুলাডাঙ্গী গ্রামের আব্দুল লতিফের ছেলে । তিনি পেশায় একজন ট্রাকচালক ছিলেন।
রাধা ঊষা আবাসিক হোটেলের ব্যবস্থাপক মাসুদ রানা আজকের পত্রিকাকে বলেন, ‘শাহিন আলম গত রোববার রাত সাড়ে ১১টায় হোটেলে থাকার জন্য খাতায় এন্ট্রি করেন। খাতায় ট্রাকচালক বলেও উল্লেখ করেন। নিয়মানুযায়ী হোটেলে অবস্থান করা প্রত্যেক চালককে বিকেল সাড়ে ৩টা থেকে ৪টা পর্যন্ত ডেকে জিজ্ঞাসা করা হয় থাকবেন কি না। আজ (মঙ্গলবার) যখন ৫১৫ নম্বর কক্ষে হোটেলের ছেলেরা জিজ্ঞাসা করতে যায়, তখন ওই কক্ষ থেকে কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি। অনেক ডাকাডাকির পরেও যখন সাড়াশব্দ নাই, তখন পুলিশকে খবর দেওয়া হয়।
মাসুদ রানা আরও বলেন, ‘পরে পুলিশ তাঁর বাবা ও স্থানীয় জনপ্রতিনিধিদের সামনে দরজা ভেঙে ভেতরে ঢুকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাঁর লাশ দেখতে পায়। তাৎক্ষণিকভাবে তাঁর অভিভাবকসহ স্থানীয়রা মনে করেন শাহিন আত্মহত্যা করেছেন। যেহেতু ভেতর থেকে দরজা বন্ধ, আর কোনোভাবে কক্ষের ভেতরে প্রবেশ করা সম্ভব নয়।’
হোটেলের নিচে কয়েকজন দোকানদার আজকের পত্রিকাকে জানান, তাঁদের দোকানে আজ দুপুর ১২টায় শাহিন পানসহ বিভিন্ন খাবার খেয়েছিলেন।
এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন আজকের পত্রিকা বলেন, ‘হোটেলের একটি কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় শাহিনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে তাঁর মরদেহ ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’
ঠাকুরগাঁওয়ে আবাসিক হোটেল থেকে গলায় ফাঁস লাগানো শাহিন আলম (৩০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় ‘রাধা ঊষা’ নামের একটি হোটেলের ৫১৫ নম্বর কক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
মৃত শাহিন সদর উপজেলার বগুলাডাঙ্গী গ্রামের আব্দুল লতিফের ছেলে । তিনি পেশায় একজন ট্রাকচালক ছিলেন।
রাধা ঊষা আবাসিক হোটেলের ব্যবস্থাপক মাসুদ রানা আজকের পত্রিকাকে বলেন, ‘শাহিন আলম গত রোববার রাত সাড়ে ১১টায় হোটেলে থাকার জন্য খাতায় এন্ট্রি করেন। খাতায় ট্রাকচালক বলেও উল্লেখ করেন। নিয়মানুযায়ী হোটেলে অবস্থান করা প্রত্যেক চালককে বিকেল সাড়ে ৩টা থেকে ৪টা পর্যন্ত ডেকে জিজ্ঞাসা করা হয় থাকবেন কি না। আজ (মঙ্গলবার) যখন ৫১৫ নম্বর কক্ষে হোটেলের ছেলেরা জিজ্ঞাসা করতে যায়, তখন ওই কক্ষ থেকে কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি। অনেক ডাকাডাকির পরেও যখন সাড়াশব্দ নাই, তখন পুলিশকে খবর দেওয়া হয়।
মাসুদ রানা আরও বলেন, ‘পরে পুলিশ তাঁর বাবা ও স্থানীয় জনপ্রতিনিধিদের সামনে দরজা ভেঙে ভেতরে ঢুকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাঁর লাশ দেখতে পায়। তাৎক্ষণিকভাবে তাঁর অভিভাবকসহ স্থানীয়রা মনে করেন শাহিন আত্মহত্যা করেছেন। যেহেতু ভেতর থেকে দরজা বন্ধ, আর কোনোভাবে কক্ষের ভেতরে প্রবেশ করা সম্ভব নয়।’
হোটেলের নিচে কয়েকজন দোকানদার আজকের পত্রিকাকে জানান, তাঁদের দোকানে আজ দুপুর ১২টায় শাহিন পানসহ বিভিন্ন খাবার খেয়েছিলেন।
এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন আজকের পত্রিকা বলেন, ‘হোটেলের একটি কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় শাহিনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে তাঁর মরদেহ ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’
জামায়াতের সেক্রেটারি জেনারেল সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আওয়ামী ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যারা রাজপথে ছিলাম, নেতৃত্ব দিয়েছি, রক্ত দিয়েছি, শহীদ হয়েছি; তাদের কাছে আমার মিনতি, জুলাই অভ্যুত্থানের যে চেতনা, এই ঐক্যের আলোকে আসুন এটাকে জাতীয় ঐক্যের পরিবেশ তৈরি করে একটা গ্রহণযোগ্য...
৩ মিনিট আগেবাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কিশোরগঞ্জ জেলা শাখার ২০২৫ সেশনের জেলা কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। জেলার সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন হাসান আল মামুন ও সাধারণ সম্পাদক ফকির মাহবুবুল আলম।
১৬ মিনিট আগেপুলিশ হেফাজত থেকে ঢাকার উত্তরা পূর্ব থানার সাবেক ওসি শাহ আলমের পালিয়ে যাওয়ার ঘটনায় বর্তমান ওসি মো. মহিববুল্লাহকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় তাঁকে সাময়িক বরখাস্ত করে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়।
৩১ মিনিট আগেবগুড়ার আদমদীঘিতে বৈদ্যুতিক ট্রান্সফরমারের খুঁটি থেকে মধ্যবয়সী একজনের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার (১০ জানুয়ারি) সকালে সদর ইউনিয়নের জিনইর গ্রামের ফসলি মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে