Ajker Patrika

সুন্দরগঞ্জে আফরুজা বারী মনোনয়ন পাওয়ায় আনন্দ মিছিল

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
আপডেট : ২৬ নভেম্বর ২০২৩, ২১: ৩৩
সুন্দরগঞ্জে আফরুজা বারী মনোনয়ন পাওয়ায় আনন্দ মিছিল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে আফরুজা বারীকে নৌকা প্রতীকের মনোনয়ন দেওয়ায় মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করেছে উপজেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। 

এর আগে আজ রোববার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 

আনন্দ মিছিলটি উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে শুরু হয়ে পৌরসভার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এ সময় নৌকা মার্কার স্লোগানে স্লোগানে মুখরিত হয় গোটা পৌর শহর। 

মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. রেজাউল আলম সরকার রেজা, গোলাম কবির মুকুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উম্মে সালমা, পৌর আওয়ামী লীগের সভাপতি আহসানুল করিম চাঁদ, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমান লিটু, যুগ্ম সম্পাদক উদয় নারায়ণ, পৌর যুবলীগের সভাপতি মারুফ হোসেন প্রামাণিক বাদল, উপজেলা শ্রমিক লীগের সভাপতি গণেশ চন্দ্র শীল, উপজেলা তাঁতী লীগের সভাপতি ইউনুস আলী সরকার, উপজেলা কৃষক লীগের সহসভাপতি মাহমুদুর রহমান, যুবলীগ নেতা শহিদুল ইসলাম, ছাত্রলীগ নেতা রতন মিয়া, সুমন মিয়া, পূজা উদ্‌যাপন পরিষদের নেতা সুরজিত সরকার প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত