কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রাম রেলস্টেশনে বসে গাঁজা সেবনের অভিযোগে চার শিক্ষার্থীকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার সকালে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে চারজনকে আটক করা হয়।
পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল দিও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁদের তিন দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে তাঁদের ১০০ টাকা করে জরিমানা করা হয়।
কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আবু জাফর এ তথ্য নিশ্চিত করেছেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন শহরের কামার পাড়ার নাহিদ হাসান (২০), কালে ডাক্তার পাড়ার রিয়াদুজ্জামান স্বচ্ছ (২১), নাজিরা ব্যাপারীপাড়ার মিহাদ (২৬) এবং একই এলাকার সাদ (২২)। তারা সবাই শিক্ষার্থী বলে ভ্রাম্যমাণ আদালত সূত্র জানিয়েছে। এর মধ্যে দুইজন কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে অধ্যায়নরত।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সকালে জেলা প্রশাসনের সহযোগিতায় কুড়িগ্রাম রেলস্টেশনে অভিযান চালানো হয়। অভিযানে প্ল্যাটফর্মে বসে গাঁজা সেবনরত অবস্থায় চার তরুণকে আটক করা হয়।
এ সময় একজনের পকেট থেকে কিছু গাঁজা জব্দ করা হয়। পরে তাঁরা মাদক সেবনের অভিযোগ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালতে দণ্ড দেওয়া হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট তাঁদের বিনাশ্রম কারাদণ্ড দেওয়ার পাশাপাশি অর্থদণ্ডের আদেশ দেন।
কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আবু জাফর বলেন, সাজা দেওয়ার পর ওই চার তরুণকে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।
কুড়িগ্রাম রেলস্টেশনে বসে গাঁজা সেবনের অভিযোগে চার শিক্ষার্থীকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার সকালে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে চারজনকে আটক করা হয়।
পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল দিও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁদের তিন দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে তাঁদের ১০০ টাকা করে জরিমানা করা হয়।
কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আবু জাফর এ তথ্য নিশ্চিত করেছেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন শহরের কামার পাড়ার নাহিদ হাসান (২০), কালে ডাক্তার পাড়ার রিয়াদুজ্জামান স্বচ্ছ (২১), নাজিরা ব্যাপারীপাড়ার মিহাদ (২৬) এবং একই এলাকার সাদ (২২)। তারা সবাই শিক্ষার্থী বলে ভ্রাম্যমাণ আদালত সূত্র জানিয়েছে। এর মধ্যে দুইজন কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে অধ্যায়নরত।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সকালে জেলা প্রশাসনের সহযোগিতায় কুড়িগ্রাম রেলস্টেশনে অভিযান চালানো হয়। অভিযানে প্ল্যাটফর্মে বসে গাঁজা সেবনরত অবস্থায় চার তরুণকে আটক করা হয়।
এ সময় একজনের পকেট থেকে কিছু গাঁজা জব্দ করা হয়। পরে তাঁরা মাদক সেবনের অভিযোগ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালতে দণ্ড দেওয়া হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট তাঁদের বিনাশ্রম কারাদণ্ড দেওয়ার পাশাপাশি অর্থদণ্ডের আদেশ দেন।
কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আবু জাফর বলেন, সাজা দেওয়ার পর ওই চার তরুণকে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।
নেত্রকোনার কলমাকান্দায় মাদকের টাকার জন্য মাকে মারধর করায় শাহজাহান মিয়া (২৫) নামের এক যুবককে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার রাতে শাহজাহানের মা সাজেদা খাতুন ছেলেকে থানায় সোপর্দ করেন। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে এক বছরের কারাদণ্ড দেন।
৫ মিনিট আগেঝিনাইদহ সদরের নতুন বাড়ি এলাকায় দুই ট্রাকের সংঘর্ষে আল আমিন (২৫) নামের এক ট্রাকচালকের নিহত হয়েছেন। এ সময় আহত হন আরও ৩ জন। আজ শনিবার সকাল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেকুষ্টিয়ার দৌলতপুরে সাজেদুল লস্কর (৩২) নামের এক ব্যক্তির লাঠির আঘাতে তার চাচাতো ভাই আপেল লস্করের (৫০) মৃত্যু হয়েছে। আজ শনিবার ভোরে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের সোনাইকুন্ডি লস্কর পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। সাজেদুল লস্করকে আটক করেছে পুলিশ। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আউয়াল কবির বিষয়টি নিশ
২ ঘণ্টা আগেময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজগাতি ইউনিয়নের ওপর দিয়ে বয়ে যাওয়া সুখাইজুড়ি নদী একসময় প্রবহমান ছিল। এতে এলাকার মানুষ গোসল দিত, মাছ ধরত ও হাঁস পালন করত। সেই নদী দখল করে বাঁশ ও জালের বেড়া দিয়ে ছোট ছোট ঘের তৈরি করেছেন স্থানীয় প্রভাবশালীরা।
২ ঘণ্টা আগে